Weight Loss Tips

ভাত খেয়েও ছিপছিপে থাকা যায়, যদি খাওয়ার ৩ কৌশল জানা থাকে

পুষ্টিবিদেরা বলছেন, ভাতের সঙ্গে ওজন বেড়ে যাওয়ার সম্পর্ক আছে। সেই ভয়ে অনেকেই তাঁদের প্রিয় খাবারটি ডায়েট থেকে পুরোপুরি বাদও দিয়ে দেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৬:৩২
Rice

ভাত খেয়ে ওজন বশে রাখার কৌশল জানা আছে? ছবি: সংগৃহীত।

ভাত ফোটার গন্ধ নাকে এলে মন আনচান করে অনেকের। ওজন বেড়ে যেতে পারে জেনেও তিন বেলা ভাত খান। আবার এই ভাতকে অনেকেই ‘কমফোর্ট ফুড’-এর তকমা দিয়েছেন।

Advertisement

পুষ্টিবিদেরা বলছেন, ভাতের সঙ্গে ওজন বেড়ে যাওয়ার সম্পর্ক আছে। সেই ভয়ে অনেকেই তাঁদের প্রিয় খাবারটি ডায়েট থেকে পুরোপুরি বাদও দিয়ে দেন। তবে কয়েকটি কৌশল জানা থাকলে ভাত খেয়েও ওজন বশে রাখা যায়। জেনে নিন সেগুলি কী ।

১) ভাগ মেপে খাওয়া:

সব ধরনের খাবার খেয়ে ওজন নিয়ন্ত্রণে রাখার গোপন মন্ত্র হল ‘পোর্শন কন্ট্রোল’। যে কোনও খাবারই মেপে খাওয়া জরুরি। তবে ভাতের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ। তাতে শরীরে এক ধাক্কায় বেশি ক্যালোরি বা কার্বোহাইড্রেট যাওয়ার সম্ভাবনা থাকে না। পুষ্টিবিদেরা বলছেন, ভাত খেয়ে ওজন বশে রাখতে হলে প্রতি বার অর্ধেক কাপ ভাত খাওয়া বাঞ্ছনীয়। খুব বেশি হলে এক কাপ। তার বেশি নয়।

২) রাখতে হবে প্রোটিন:

ভাত হল কার্বোহাইড্রেট। তার সঙ্গে প্রোটিনের জুড়ি বিপাকহার উন্নত করে। আবার, প্রোটিন বেশ অনেক ক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখতেও সাহায্য করে। তাই ভাতের পরিমাণ কমালেও মাছ, মাংস, ডিম, সয়া, ডাল কিংবা পনির দিয়ে তৈরি পদ রাখতে হবে পাতে।

৩) থাকবে শাকসব্জিও:

কম কার্বোহাইড্রেট , প্রোটিন এবং ফাইবার-সমৃদ্ধ খাবারের মিশেলে তৈরি ডায়েট ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য আদর্শ বলে মনে করেন পুষ্টিবিদেরা। শাকসব্জিতে ফাইবার তো আছেই। সঙ্গে নানা রকম খনিজও রয়েছে, যা ওজন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে।

আরও পড়ুন
Advertisement