চুল দেখাশোনা করার অন্যতম ৩ উপায়। ছবি: সংগৃহীত।
চুলের যত্ন নেওয়া সহজ নয়। শীতকালে এ কাজ আরও কঠিন হয়ে পড়ে। তাই শীতে চুলের যত্নে কোনও ত্রুটি রাখলে চলবে না। তবে শ্যাম্পু করাই চুলের একমাত্র যত্ন নেওয়া নয়। চুলের খেয়াল রাখতে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।
১) প্রতি দিন শ্যাম্পু করলে তা চুল ও মাথার ত্বকের ক্ষতিই করে বেশি। শ্যাম্পুতে কড়া রাসায়নিক থাকায় তা মাথার ত্বকের এসেনশিয়াল অয়েল ধুয়ে দেয়। ফলে মাথার ত্বক শুকিয়ে যায়। সপ্তাহে তিন দিন শ্যাম্পু করলেই যথেষ্ট। তবে যদি একান্তই প্রতি দিন শ্যাম্পু করতে হয়, তবে কোনও কম ক্ষারযুক্ত শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
২) নিয়মিত হেনা ব্যবহার করলে তা চুলকে শুষ্ক করে দেয়। সেই সঙ্গে চুলকে ভঙ্গুরও করে দেয় হেনা। হেনার বদলে ভাল হেয়ার কন্ডিশনার বা হেয়ার সেরাম মাখা যেতে পারে।
৩) বেশি মাত্রায় হেয়ার সেরাম দিলে তাতে চুল তেলতেলে দেখায়। ফলে স্নানের পর আঙুলে মাত্র কয়েক ফোঁটা হেয়ার সেরাম ঢেলে নিয়ে তা চুলে মাখুন। তবে মাথার ত্বকে মাখবেন না। তাতে মাথার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।