Dry Patches on Skin

নাকের দু’পাশ কিংবা মুখের কোনও কোনও অংশ থেকে ছাল উঠছে! কেন এমনটা হচ্ছে বলুন তো?

চর্মরোগ চিকিৎসকেরা বলছেন, ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডা, আবহাওয়ার এই পরিবর্তনে যেমন শরীর খারাপ হয়, তেমনই ক্ষতি হয় ত্বকেরও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ২০:১৪
Dry skin

মুখ থেকে ছাল উঠছে কেন? ছবি: সংগৃহীত।

একটু বেশিও না, একটু কমও না!

Advertisement

মুখমণ্ডলের সর্বত্রই সমান ভাবে ক্রিম মাখেন। তা সত্ত্বেও মুখের এক একটি অংশ শুকিয়ে যাচ্ছে। সেখান থেকে সমানে ছাল উঠছে।

চর্মরোগ চিকিৎসকেরা বলছেন, ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডা, আবহাওয়ার এই পরিবর্তনে যেমন শরীর খারাপ হয়, তেমনই ক্ষতি হয় ত্বকেরও। মুখের চামড়া কখনও খুব শুষ্ক হয়ে পড়ে, আবার কখনও খুব তেলতেলে। বাইরে থেকে তেল, ক্রিম কিংবা ময়েশ্চারাইজ়ার মেখেও বিশেষ লাভ হয় না। কিন্তু এই ধরনের সমস্যা কেন হয় তা কী জানেন?

১) বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কমে গেলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। রুক্ষ বাতাস ত্বকের ময়েশ্চার চুরি করে নেয়, ফলে মুখ অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। ত্বকের আর্দ্রতা ধরে রাখার নিজস্ব যে ক্ষমতা, তা-ও দুর্বল হয়ে পড়ে। সেই কারণেও মুখ থেকে ছাল উঠতে পারে।

২) সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মি থেকেও কিন্তু ত্বকের ক্ষতি হয়। দীর্ঘ ক্ষণ মুখে রোদ লাগলে ত্বকের ‘কোলাজেন’ এবং ‘ইলাস্টিন’ নামক দু’টি প্রোটিন ভঙ্গুর হয়ে যায়। ফলে ত্বকের টান টান ভাবটাও নষ্ট হয়। ত্বক ডিহাইড্রেটেড হয়ে পড়ে। মুখ থেকে ছাল ওঠে। ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে কম বয়সে তা বুড়িয়ে যায়।

৩) ঠান্ডার সময়ে গরম জলের ব্যবহার বেড়ে যায়। স্নান তো বটেই, গরম জলে মুখ ধোয়ার অভ্যাসও রয়েছে অনেকের। অতিরিক্ত গরম জল কিন্তু ত্বকের নিজস্ব তেল বা সেবাম ধুয়ে ফেলে। যে কারণে ত্বক শুষ্ক হয়ে পড়ে। মুখ থেকে ছাল উঠতে পারে।

Advertisement
আরও পড়ুন