How to use hair dryer brush

ভেজা চুল শুকোনোর জন্য বিশেষ ধরনের ব্রাশ কিনেছেন! কিন্তু তা ব্যবহারের নিয়ম জানা আছে?

ব্রাশ দিয়ে চুল আঁচড়াতে গেলে কাজের কাজ তো হচ্ছেই না, উল্টে ছিঁড়ছে বেশি। এই সমস্যা থেকে মুক্তি দিতে ইদানীং বাজারে নতুন একটি যন্ত্র এসেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৪ ১৯:৪৪
Step-by-step guide to use hair dryer brush at home

ছবি: সংগৃহীত।

সালোঁ কর্মীরা যেমন এক কাঁধে হেয়ার ড্রায়ার রেখে অন্য হাত দিয়ে ব্রাশের সাহায্যে চুল পেঁচিয়ে ধরেন, তেমনটা নিজে হাতে করতে চান। একাধিক ভিডিয়ো, রিল দেখার পরেও কিছুতেই তা ব্যবহার করতে পারছেন না। ওই ব্রাশ দিয়ে চুল আঁচড়াতে গেলে কাজের কাজ তো হচ্ছেই না, উল্টে ছিঁড়ছে বেশি। এই সমস্যা থেকে মুক্তি দিতে ইদানীং বাজারে নতুন একটি যন্ত্র এসেছে। সেটি হল হেয়ার ড্রায়ার ব্রাশ। অর্থাৎ একটি যন্ত্রের সাহায্যেই চুল শুকনো এবং আঁচড়ানো— দু’টিই হবে। কিন্তু সেটি কী ভাবে ব্যবহার করতে হবে?

Advertisement

১) প্রথমে শ্যাম্পু করা চুলে তোয়ালে জড়িয়ে রাখুন।

২) তাপ থেকে চুলের ক্ষতি রুখতে ‘হিট প্রোটেক্টর স্প্রে’ মেখে নিন। চুল যেন আধ শুকনো হয়ে যায়।

৩) এ বার মাথার মাঝখান থেকে সিঁথি কেটে চুল দু’ভাগ করে নিন।

৪) মূল দু’ভাগের মধ্যে থেকে অল্প অল্প চুল নিয়ে এক একটি ভাগ ক্লাচার ক্লিপ দিয়ে আটকে রাখুন।

৫) হেয়ার ড্রায়ার ব্রাশটি আগে থেকে গরম করে রাখুন।

৬) এ বার একটি করে ক্লাচার খুলে ব্রাশে চুল জড়িয়ে নিন।

৭) খুব যত্ন করে গোড়া থেকে নীচের দিকে যন্ত্রটি টেনে নিয়ে আসুন।

৮) মাথার ‘ক্রাউন’ অর্থাৎ তালুর দিকে নজর দিতে হবে। কপালের উপরের দিক থেকে খানিকটা চুল নিয়ে ব্রাশের সাহায্যে উল্টো দিকে টেনে তলার অংশ গোল করে ঘুরিয়ে নিন।

৯) চুলের কায়দা ধরে রাখতে হেয়ার স্প্রে ছড়িয়ে নিতে পারেন।

আরও পড়ুন
Advertisement