Skin Care with Onion

পেঁয়াজ ত্বকেরও বন্ধু হতে পারে, তবে কোন সমস্যায় কী ভাবে ব্যবহার করবেন, সেটা জানা জরুরি

পেঁয়াজের রস ব্যবহার করলেই, ত্বকের একাধিক সমস্যা থেকে সহজেই নিস্তার পেতে পারেন আপনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৯:৪৫
ত্বকের যত্নে পেঁয়াজের ব্যবহার।

ত্বকের যত্নে পেঁয়াজের ব্যবহার। ছবি: সংগৃহীত।

পেঁয়াজ ছাড়া আমিষ রান্না অসম্পূর্ণ। রান্নায় পেঁয়াজ পড়েনি মানেই, সে স্বাদ একেবারেই মনের মতো হয় না। কিন্তু পেঁয়াজের ভূমিকা শুধু রান্নাতেই সীমাবদ্ধ নেই। পেঁয়াজের মধ্যে লুকিয়ে আছে রূপচর্চার জরুরি উপাদান। এই উপাদানগুলি ত্বকের কোষগুলিকে ক্ষতিকর অতিবেগনি রশ্মির হাত থেকে রক্ষা করে। আর পেঁয়াজের রস ব্যবহার করলেই, ত্বকের একাধিক সমস্যা থেকে সহজেই নিস্তার পেতে পারেন আপনি।

Advertisement

১) পেঁয়াজে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। শরীরের যে কোনও অংশের কালো দাগছোপ কমাতে পেঁয়াজ খুব উপকারী। পেঁয়াজের রস চুলের বৃদ্ধিতে সাহায্য করে। অনেকেই তাই চুলের গো়ড়ায় পেঁয়াজের রস ব্যবহার করেন।

২) ত্বকে বলিরেখা দেখতে পাচ্ছেন? তা হলে ভরসা রাখুন পেঁয়াজের রসে। মুখে পেঁয়াজের রস লাগালে আপনার ত্বকের কোষগুলিতে রক্ত সঞ্চালন বেশি হয়, ফলে ত্বকে আসে তারুণ্যের ছোঁয়া।

৩) ব্রণ বা ফুসকুড়ির সমস্যা লেগেই থাকে? পেঁয়াজের রসেই মিলতে পারে সমাধান। এর অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ ত্বকে সংক্রমণের ঝুঁকি কমাতেও বেশ উপকারী।

কী ভাবে ব্যবহার করবেন?

একটি পাত্রে দুই টেবিল চামচ পেঁয়াজের রস, দুই টেবিল চামচ টক দই ও এক চা চামচ মধু ভাল করে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এই প্যাকটি মুখে লাগিয়ে ভাল করে মালিশ করুন। ১৫-২০ মিনিট রেখে দিন। এ বার ঈষদুষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন

Advertisement
আরও পড়ুন