ছবি: সংগৃহীত।
পুজো শেষ। এ বার আপাতত মেকআপ বাক্সটির কিছু দিন ছুটি। টানা চার-পাঁচদিনের সাজগোজের প্রভাবে ত্বকও খানিক ক্লান্ত। তাই উৎসবের পর এ বার ত্বকের যত্ন নেওয়ার পালা। সকাল-দুপুর রোদে ঘুরে, রাত জেগে, জল কম খাওয়ার কারণে ত্বকের অবস্থা খারাপ হতে বসেছে। এ কদিনের প্রসাধনের পরত তো আছেই, তার উপর অযত্নের কারণে ত্বক ভিতর থেকে জেল্লা হারাতে শুরু করেছে। প্রসাধনের আড়ালে ত্বকের সব সমস্যা আড়াল করা যায় না। ত্বকের হাল ফেরাতে তাই ভরসা রাখতে পারেন বিশেষ এক ফেসপ্যাকে। কী ভাবে বানাবেন সেই প্যাক?
উপকরণ
পাকা কলা: ২টি
মধু: ২ চা চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ
প্রণালী:
পাকা কলা চটকে তার মধ্যে লেবুর রস এবং মধু মিশিয়ে নিন। তার পর মিশ্রণটি মুখে মেখে অপেক্ষা করুন মিনিট দশেক। প্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। এক দিন অন্তর এক দিন এই প্যাক ব্যবহার করলে ত্বকে জেল্লা ফিরবে।