Neeraj Chopra weds Himani Mor

নীরজ-হিমানির বিয়ের সাজে হালকা গোলাপির রংমিলন্তি, প্যাস্টেল শেডেই নজর কাড়লেন নবদম্পতি

বর-বধূর সাজে উজ্জ্বল রঙের জাঁকজমক এখন অতীত। বরং হালকা প্যাস্টেল শেডেই রুচি রাখছেন এখনকার নবদম্পতিরা। অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়ার বিয়ের সাজেও হালকা গোলাপিরই ঘনঘটা। রংমিলন্তি পোশাকে চার হাত এক হল নীরজ-হিমানির।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১২:১৭
Neeraj Chopra stuns in light pink sherwani, bride Himani is a vision in matching lehenga

বিয়েতে কেমন সাজলেন নীরজ-হিমানি? ছবি: নীরজ চোপড়ার ইনস্টাগ্রাম থেকে।

বিয়ের সাজ মানেই এখন আর টকটকে লাল বা মেরুনের সঙ্গে সুশোভিত সোনার অলঙ্কারের জাঁকজমক নয়। ব্রাইডাল ফ্যাশন এখন মাতিয়ে রেখেছে প্যাস্টেল শেড। বিরাট-অনুষ্কা, রাঘব-পরিণীতি থেকে সোনাক্ষী-জ়াহির— বিয়েতে হালকা গোলাপি, পিচ, আইভরি রংকেই বেছে নিয়েছিলেন। তবে কেবল হালকা গোলাপির মতো প্যাস্টেল শেডই এখন বাজার জুড়ে নেই, ছেয়ে রয়েছে ফ্লোরাল প্রিন্টও। সেই স্রোতেই গা ভাসালেন নীরজ চোপড়া ও হিমানি মোর।

Advertisement

সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ এবং হরিয়ানার টেনিস খেলোয়াড় হিমানি। ঘরোয়া অনুষ্ঠানেই চার হাত এক হয়েছে নবদম্পতির। সাদা-লালের সাবেকি যুগলবন্দি ছেড়ে বিয়ের সাজে হালকা গোলাপি রংই বেছে নিয়েছেন বর-বধূ। হিমানির পরনে ছিল হালকা গোলাপি রঙের লেহঙ্গা। মাথায় একই রঙের ওড়না। বিয়ের কনেকে ‘এলিগ্যান্ট’ লুক দিতে পোশাকশিল্পীরা সাদা বা ঘিয়েকেই বেস রং করতে চাইছেন। হিমানির লেহঙ্গার বেস রং হালকা গোলাপি, তার উপর ভারী এমব্রয়ডারির কাজ। লেহঙ্গার পাড়ে সোনালি ও গোলাপি সুতোর বুনন। ওড়নার পাড়ে সোনালি সুতোর কাজ। এর সঙ্গে মিলিয়েই মাথায় রুপোলি টিকলি ও হাতে সোনালি ও গোলাপি রঙের চুড়ি ‘কনট্রাস্ট’ করে পরেছেন হিমানি। নাকে মুক্তো বাঁধানো নথ।

সাত পাকে বাঁধা পড়লেন নীরজ-হিমানি।

সাত পাকে বাঁধা পড়লেন নীরজ-হিমানি। ছবি সূত্র: ইনস্টাগ্রাম।

জীবনসঙ্গীর সঙ্গে রং মিলিয়েই শেরওয়ানি বেছেছেন নীরজ। যদিও বিয়ের শেরওয়ানি বাছাইয়ের সময়ে বেশির ভাগ বরের পছন্দের তালিকায় থাকে সাদা কিংবা ঘিয়ে রং, তবে সেই ছক ভেঙে বিয়েতে নীরজ পরেছেন হালকা গোলাপি রঙের শেরোয়ানি। এর উপরে ঘিয়ে ও সোনালির মিশিলে এমব্রয়ডারির কাজ। মাথায় গোলাপি পাগড়ি। এর আগে অবশ্য ভিকি কৌশল তাঁর বিয়েতে হালকা গোলাপি রঙের শেরোয়ানি পরেছিলেন। নীরজও সেই পথেই হাঁটলেন।

বিয়ের দিনে কিংবা বিয়ের কোনও অনুষ্ঠানে আগে কনেরা সাধারণত উজ্জ্বল রঙের পোশাকই পরতেন। প্রিয়ঙ্কা চোপড়ার বিয়ের সব অনুষ্ঠানের সাজই ছিল বেশ জমকালো এবং রংচঙে। টকটকে লাল রঙের লেহঙ্গায় সেজেছিলেন প্রিয়ঙ্কা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিয়ের ফ্যাশনেও বড় রকম বদল এসেছে। এখন বিয়ের সাজে প্যাস্টেল শেড আর আইভরিই রয়েছে পছন্দের তালিকায়। বলিউডের নায়িকারাও সেই স্রোতেই গা ভাসিয়েছেন। বিয়ের দিন বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা হালকা গোলাপি ফ্লোরাল প্রিন্টের লেহঙ্গায় অনবদ্য লেগেছিল অনুষ্কা শর্মাকে। সব্যসাচীর নকশা করা আইভরি রঙের অরগ্যাঞ্জ়া শাড়ি বিয়েতে বেছে নিয়েছিলেন আলিয়া ভট্টও। বিয়েতে লাল শাড়িতে সাজলেও রিসেপশনের দিন কিন্তু দীপিকা পাড়ুকোন বেছে নিয়েছিলেন সেই আইভরি রংই। এ বছরও বিয়েতে লাল, মেরুনকে সরিয়ে রেখেই গোলাপি, ঘিয়ে বা আইভরির মতো প্যাস্টেল শেডই দাপট দেখাল।

Advertisement
আরও পড়ুন