ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় প্রতিষ্ঠানে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের যাদবপুর কেন্দ্রের অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে একাধিক গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েট, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট প্রয়োজন। সংশ্লিষ্ট কাজের জন্য পদপ্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।
প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে রসায়ন, বায়োকেমিস্ট্রি, ন্যাচরাল সায়েন্সেস, ফিজ়িয়োলজি, কম্পিউটার সায়েন্স, জ়ুলজি— এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩১ হাজার থেকে ৩৫ হাজার টাকা দেওয়া হবে। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে কাজের জন্য উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। তবে, এ ক্ষেত্রে আবেদনকারীদের অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। এ ক্ষেত্রে পদপ্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে উল্লিখিত বিষয়ের মধ্যে যে কোনও একটি বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁকে প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৫৬ হাজার টাকা দেওয়া হবে। তাঁর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আগ্রহীদের আলাদা করে কোনও আবেদনপত্র জমা দিতে হবে না। প্রতিষ্ঠানের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। ৩১ ডিসেম্বর ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়ে আরও জেনে নিতে প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।