হবু দম্পতি শোভিতা ধূলিপালা এবং নাগা চৈতন্য। ছবি: সংগৃহীত।
বিয়ের সানাই বেজে গিয়েছে। দিন যত এগিয়ে আসছে, ততই গাঢ় হচ্ছে উত্তেজনা।
কিছু দিন আগেই বাগ্দান, প্রাক্-বিবাহ অনুষ্ঠানের ছবি দেখেছিলেন সকলে। এ বার প্রকাশ্যে এল দক্ষিণী তারকা শোভিতা ধূলিপালা এবং নাগা চৈতন্যের বিয়ের আমন্ত্রণলিপি। ডিসেম্বরের ৪ তারিখ বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। দক্ষিণী রীতি-রেওয়াজ মেনেই হবে বিয়ের অনুষ্ঠান। তার মধ্যেও যে চমক থাকবে, সে কথা আর নতুন কী! সমাজমাধ্যমে তাঁদের বিয়ের আমন্ত্রণপত্রের ছবি ছড়িয়ে পড়েছে সম্প্রতি। অতিথিদের জন্য আমন্ত্রণপত্রের সঙ্গে আর কী কী সাজিয়ে রেখেছেন নাগা-শোভিতা?
দক্ষিণী দুই তারকাই তাঁদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতির অনুরাগী। তাই বিয়ের মতো একটি অনুষ্ঠানের সঙ্গেও জড়িয়ে রাখতে চান টুকরো টুকরো কিছু জিনিস। কলাগাছ, প্রজ্বলিত দক্ষিণী সামাই প্রদীপ, মন্দির, মন্দির চত্বরে বসে থাকা বৃষ, ঝুলন্ত ঘণ্টায় সাজানো ধূলিপালা এবং আক্কিনেনি পরিবারের পরিচয়লিপি। সঙ্গে রয়েছে দক্ষিণের বিখ্যাত ‘পড়ি’ মশলা।
দক্ষিণ ভারতের বয়নশিল্পের একটি বিখ্যাত ফ্যাব্রিক হল ইক্কত। আমন্ত্রণপত্রের ডালায় রয়েছে ইক্কতের ‘কাটপিস’। ফুলের ছোঁয়া ব্যতীত যে কোনও অনুষ্ঠানই অসম্পূর্ণ। তাই ডালার এক কোণে রয়েছে জুঁই, ক্রোসান্ডার গোছা। আমন্ত্রণলিপির সঙ্গে বেশ কিছু প্রসাধন সামগ্রীর ছবিও দেখা যাচ্ছে। এ সবই থাকবে অতিথিদের জন্য।
শোনা যাচ্ছে, ৪ ডিসেম্বরের জন্য একটু একটু করে সেজে উঠছে আক্কিনেনিদের অন্নপূর্ণা স্টুডিয়ো। হায়দরাবাদের বান্জ়ারা হিল্সে ২২ একর জুড়ে অবস্থিত পারবিবারিক এই স্টুডিয়োতেই বিবাহবাসর বসতে পারে নাগা-শোভিতার। আবার, প্রথম বিয়ের মতো নাগা এ বারেও ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করতে পারেন বলে শোনা যাচ্ছে।