Rose Water

মুখে গোলাপ জল দিলেই হল না, উজ্জ্বল ত্বক পেতে মাখার ঠিক নিয়মও জানা জরুরি

ক্লান্তি দূর করার পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখা, মুখের উন্মুক্ত রন্ধ্রগুলিকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনা, ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখার জন্য গোলাপ জল মাখা হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৫
Rose Water

ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখতে গোলাপজল ভীষণ ভাবে সাহায্য করে। ছবি: সংগৃহীত।

সারা দিন পর কাজ থেকে ফিরে এসে, ভাল করে মুখ ধুয়ে কিছু ক্ষণ পর মুখে ছিটিয়ে নেন গোলাপ জল। ক্লান্তি দূর করার পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখা, মুখের উন্মুক্ত রন্ধ্রগুলিকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনা, ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখার জন্য গোলাপ জল বেশ জনপ্রিয়। অনেকে আবার গেলাপ জল দিয়ে প্যাক গুলে মুখে মাখেন। গোলাপ জল ত্বকের কোন কোন কাজে লাগে?

Advertisement

১) ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ব্যবহার করা যায় গোলাপ জল।

২) ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখতে অনেকেই গোলাপ জল মাখেন।

৩) ত্বকে প্রদাহ কমাতেও ভীষণ ভাল গোলাপ জল।

কী ভাবে গোলাপ জল ব্যবহার করলে ত্বকের ঔজ্জ্বল্য বেড়ে যায়?

১) মুখ ধোয়ার পর মুখে গোলাপ জল স্প্রে করে নিতে পারেন।

২) অ্যালো ভেরা জেলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে সেরামের মতো ব্যবহার করতে পারেন।

৩) সানস্ক্রিন মাখলে মুখ তেলতেল হয়ে যায়? ক্রিমের সঙ্গে মিশিয়ে নিতে পারেন গোলাপ জল।

Advertisement
আরও পড়ুন