Limestone Powder for Skin

শুধু পান সাজতে নয়, চুন রূপচর্চার কাজেও লাগে! কী ভাবে মুখে চুন মাখবেন শিখে নিন

চুনের মূল উপাদান হল ক্যালশিয়াম কার্বোনেট। এ ছাড়া আরও নানা রকম খনিজ রয়েছে এর মধ্যে। যা শরীরের জন্য তো বটেই, ত্বকের জন্যও সমান উপকারী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১০:২৪
Limestone Powder

পান সাজা ছাড়াও চুন আরও অনেক কাজে লাগে। ছবি: সংগৃহীত।

মুখে ‘চুনকালি’ তো কেউ শখ করে মাখেন না! কেউ কারও মুখে তা মাখিয়েছেন শুনলে প্রথমে নেতিবাচক কথাই মাথায় আসে।

Advertisement

কিন্তু কেউ কেউ আবার শখ করেই মুখে চুন মাখেন। ব্যাপারখানা ঠিক বোধগম্য হল না তো? চুন দিয়ে ত্বকচর্চার কথা হচ্ছে। তবে মুখে চুন মাখার চল কিন্তু নতুন নয়। ত্বকচর্চার কাজে এই উপাদান ব্যবহার করা হচ্ছে বহু কাল ধরে।

চুনের মূল উপাদান হল ক্যালশিয়াম কার্বোনেট। এ ছাড়া আরও নানা রকম খনিজ রয়েছে এর মধ্যে, যা শরীরের জন্য তো বটেই, ত্বকের জন্যও সমান উপকারী। তৈলাক্ত ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নেয় চুন। আবার প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসাবেও দারুণ কাজ করে।

মুখে কী কী ভাবে চুন মাখা যায়?

১) চুন আর মুলতানি মাটি:

ছোট একটি পাত্রে এক টেবিল চামচ চুন এবং দুই টেবিল চামচ মুলতানি মাটি নিন। সঙ্গে ঈষদুষ্ণ জল, গোলাপজল এবং কয়েক ফোঁটা মধু। ব্যস, পুরোটা ভাল করে মিশিয়ে নিন। মুখে চুনের এই মিশ্রণ মেখে রাখুন আধ ঘণ্টা। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।

২) চুন আর ব্রাউন সুগার:

এক্সফোলিয়েটর বা স্ক্রাবার হিসাবেও চুন ভাল। ছোট একটি পাত্রে এক টেবিল চামচ চুন, এক টেবিল চামচ ব্রাউন সুগার, অ্যালো ভেরা জেল এবং মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে নিন। হালকা হাতে ধীরে ধীরে মাসাজ করুন। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কারা মুখে চুন মাখতে পারবেন না?

যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক বা স্পর্শকাতর, তাঁরা মুখে চুন না মাখলেই ভাল। না হলে ত্বকে অ্যালার্জি-জনিত সমস্যা দেখা দিতে পারে। লাল হয়ে ত্বক ফুলেও যেতে পারে।

আরও পড়ুন
Advertisement