ঘরোয়া পদ্ধতিতেই তুলতে পারেন লোম। ছবি:ফ্রিপিক।
হাত-পায়ের লোম তোলেন না? সালোঁতেও নিয়মিত যাওয়া হয় না। এ দিকে বিদেশ যাওয়ার আগে চাইছেন মুখ এবং হাত-পায়ে অবাঞ্ছিত লোম তুলে ফেলতে। বাজারচলতি হেয়ার রিমুভাল ক্রিমে রাসায়নিক থাকে বলে ত্বক নষ্ট হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন। তা হলে বরং ঘরোয়া উপায়ে লোম তুলে ফেলুন।
চিনি: চিনি, মধু, লেবুর রস দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। একটি পাত্রে ১ কাপ চিনি, একটি পাতিলেবুর রস, এক কাপের চার ভাগের এক ভাগ জল নিয়ে আঁচে বসিয়ে দিন। যত ক্ষণ না মিশ্রণ ঘন হচ্ছে ক্রমাগত নাড়তে থাকুন। ঘন হয়ে গেলে এক চা-চামচ মধু মিশিয়ে নিন। এ বার হাত এবং পায়ে যেখানে লোম তুলতে চান সেখানে হালকা গরম মিশ্রণ লাগিয়ে মিনিট ৫-১০ রাখুন। তারপর লোম তোলার কাগজের স্ট্রিপ বসিয়ে লোমের বৃদ্ধি যে দিকে হয়, তার উল্টো দিকে টানুন। তা হলেই লোম উঠে আসবে।
পেঁপে এবং অ্যালো ভেরা: সম পরিমাণ পাকা পেঁপে বাটা এবং অ্যালো ভেরা মিশিয়ে নিন। মিশ্রণটি মোটা করে যে অংশে লোম তুলতে চাইছেন সেখানে লাগিয়ে দিন। ১৫-২০ মিনিট পর মিশ্রণটি শুকিয়ে গেলে জল ব্যবহার না করে তা হাত দিয়ে রগড়ে তুলুন। এতে একেবারে সব লোম উঠে যাবে তা নয়। কিন্তু সপ্তাহে দিন তিনেক ব্যবহার করলে অল্প অল্প করে লোম উঠে আসবে। পেঁপেয় থাকা উৎসেচক লোমের গোড়া আলগা করতে সাহায্য করে।
দুধ, হলুদের মিশ্রণ: আধ কাপ জলে আধ কাপ দুধ মিশিয়ে তাতে ২ টেবিল চামচ চিনি যোগ করুন। মিশ্রণটি কম আঁচে ফুটিয়ে ঘন করে নিন। এতে যোগ করুন ১ টেবিল চামচ বেসন এবং আধ চা-চামচ হলুদ গুঁড়ো। মিশিয়ে নিন ১ টেবিল চামচ নারকেল তেল। মিশ্রণটি হাতে, পায়ে বা মুখে যেখানে লোম তুলতে চান ব্রাশের সাহায্য বা আঙুল দিয়ে মোটা করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হাত দিয়ে স্ক্রাব করুন। এতে ত্বকের ধুলো-ময়লার সঙ্গে সঙ্গে ছোট ছোট লোম উঠতে থাকবে। তবে এই পদ্ধতিতে একবারে সব লোম উঠে যাবে না। সপ্তাহে ২ অথবা ৩ বার করে মিশ্রণটি ব্যবহার করলে ধীরে ধীরে লোমের পরিমাণ কমতে থাকবে। ত্বকও উজ্জ্বল হবে।