আলিয়া ভট্টের মতো গালে গোলাপি আভা চান? বেদানা দিয়ে বানিয়ে ফেলতে পারেন টিন্ট। ছবি: সংগৃহীত।
নায়িকাদের গালে যেমন গোলাপি আভা খেলে, তেমনটাই চান আপনি? হাসলেই হালকা আভা ছড়িয়ে যাবে গালে। নাকেও থাকবে তার স্পর্শ। ব্লাশের সঠিক টানে তেমন রূপটান করা যায় ঠিকই, কিন্তু নিয়মিত প্রসাধনী ব্যবহার করলে তাতে থাকা রাসায়নিকের প্রভাব পড়তে পারে ত্বকেও।
আর অভিনেত্রীরাও কিন্তু বিভিন্ন সময়ে বলেন, প্রসাধনী নয়, বরং ঘরোয়া উপকরণে রূপচর্চাই তাঁদের পছন্দ। তাই ব্লাশের বদলে গাল রাঙাতে বেছে নিতে পারেন ঘরোয়া টিন্ট।
বেদানা এবং প্রাকৃতিক উপকরণে তৈরি টিন্ট মাখলে গালে যেমন লালচে বা গোলাপি আভা থাকবে, তেমনই ত্বক হবে উজ্জ্বল। কী ভাবে বানাবেন বেদানার টিন্ট।
উপকরণ
১ টেবিল চামচ বেদানার রস
আধ চা-চামচ মধু
আধ টেবিল চামচ অলিভ অয়েল
পদ্ধতি: সমস্ত উপকরণ মিশিয়ে একটি কাচের শিশিতে ভরে ফ্রিজে রেখে দিন। জমাট বেঁধে গেলেই আঙুল অথবা মেকআপ ব্লেন্ডারের সাহায্য তা গালে ব্লাশের মতো লাগিয়ে নিন।
উপকরণ
২ টেবিল চামচ বেদানার রস
১ টেবিল চামচ অ্যালো ভেরা জেল
আধ টেবিল চামচ নারকেল তেল
পদ্ধতি: সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিন। একটি কাচের শিশিতে ভরে ফ্রিজে রেখে দিন। জমাট বেঁধে গেলেই তৈরি টিন্ট। শুধু গাল নয়, নিয়মিত ঠোঁটেও এটি ব্যবহার করতে পারেন।
উপকরণ
আধ টেবিল চামচ শিয়া বাটার
আধ টেবিল চামচ কাঠবাদামের তেল
আধ টেবিল বি-ওয়্যাক্স
২ টেবিল চামচ বেদানার গুঁড়ো বা রস
পদ্ধতি: গরম জলের উপর একটি পাত্র বসিয়ে তাতে শিয়া বাটার, বি-ওয়্যাক্স গলিয়ে মিশিয়ে নিন। যোগ করুন আমন্ড অয়েল বা কাঠবাদামের তেল। সমস্ত উপকরণ ঠান্ডা হলে তার সঙ্গে বেদানার রস অথবা গুঁড়ো ভাল করে মিশিয়ে কাচের শিশিতে ভরে ফ্রিজে রেখে দিন। জমাট বেঁধে গেলে গালে, ঠোঁটে ব্যবহার করুন।