Beauty

Homemade Eyeliner: আইলাইনার ফুরিয়ে গিয়েছে? আইশ্যাডো দিয়েই বানিয়ে নিন অল্প সময়ে

আইলাইনার ফুরিয়ে গিয়েছে, অথচ নতুন কেনার সময় পাননি? আইশ্যাডো থাকলে তা দিয়েই বানিয়ে নিতে পারেন আইলাইনার।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ২০:২৩
বাড়িতেই বানিয়ে নিতে পারেন আইলাইনার।

বাড়িতেই বানিয়ে নিতে পারেন আইলাইনার। ছবি-প্রতীকী

মহিলাদের রূপটানের অন্যতম একটি অঙ্গ হল চোখ। সযত্নে চোখ না সাজালে, সাজগোজটাই কেমন মাটি হয়ে যায়।আইলাইনার চোখের মেকআপের অন্যতম উপকরণ। সত্যিই কি নেই? রূপটান বিশেষজ্ঞরা বলছেন, চাইলে এমন যদি হয় যে, অফিস বেরোনোর আগে দেখলেন আইলাইনারের শিশিটা খালি। ফুরিয়ে গিয়েছে, অথচ কিনে আনার কথা মাথা থেকেই বেরিয়ে গিয়েছে। তেমন হলে কি আইলাইনার না পরেই চলে যাবেন? তা কেন, বাড়িতেই বানিয়ে নিতে পারেন আইলাইনার। কিন্তু কী ভাবে? রইল বানানোর উপায়।

Advertisement

১) একটি শিশিতে কালো রঙের আইশ্যাডো অল্প করে ঢেলে নিন।

২) এ বার কয়েক ফোঁটা জল মিশিয়ে নিয় আইশ্যাডো পাউডারের সঙ্গে। খুব ভাল হয় যদি ড্রপার ব্যবহার করেন।

৩) এমন করে মেশান, যেন দানা দানা না থেকে যায়। এ বার আইলাইনারের তুলিটি সেই মিশ্রণে ডুবিয়ে নিন।

৪) মিশ্রণটি যেন খুব বেশ পাতলা না হয়ে যায়, সে বিষয়ে খেয়াল রাখা জরুরি।

৫) এ বার এই মিশ্রণটিতে প্রাইমার মেশান। প্রাইমার মেশানো হয়ে গেলে শিশির মুখ আটকে রাখুন। অন্তত ঘণ্টাখানেক পরে শিশির মুখ খুলতে পারেন। তার আগে নয়।

৬) মিশ্রণটি যদি ঘন হয়ে যায়, তা হলে বুঝবেন, আপনার আইলাইনার তৈরি। যদি একটু বেশি পাতলা হয়ে যায়, সে ক্ষেত্রে আরও কিছুটা আইশ্যাডোর গুঁড়ো মিশিয়ে নিন।

Advertisement
আরও পড়ুন