Eye Make Up

চোখ ছোট বলে আক্ষেপ? মেকআপের সময়ে কোন কায়দায় বড় দেখাবে নয়নজোড়া?

পুজোয় চোখের সাজ নিখুঁত করতে চাইলে মেনে চলতে হবে কয়েকটি টোটকা। অনেকের চোখ ছোট বলে তাঁরা আক্ষেপ করেন, তবে কায়দা জানলে ঠোট চোখকেও বড় দেখানো যায়। জেনে নিন কোন টোটকা মেন মেকআপ করলে ছোট চোখও বড় দেখাবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ২০:১৯
Image of Eye.

চোখের সাজ দিয়েই করুন বাজিমাত। ছবি: সংগৃহীত।

পুজোয় মেকআপ করেই ভিড়ের মাঝে নজরে আসতে চান? মেকআপ তখনই সুন্দর হবে, যদি চোখের সাজ হয় নিখুঁত। চোখের সাজ নিয়ে এখন রূপটানশিল্পীরা নানা রকম পরীক্ষা-নীরিক্ষাও করছেন। চোখের রূপটানগুলির মধ্যে ‘স্মোকি আইস’, ‘সানসেট আইস’, ভারী চোখের পাতা, সাদা আইলাইনারের ব্যবহার খুব বেশিই চলছে। তবে পুজোয় চোখের সাজ নিখুঁত করতে চাইলে মেনে চলতে হবে কয়েকটি টোটকা। অনেকের চোখ ছোট বলে তাঁরা আক্ষেপ করেন, তবে কায়দা জানলে ছোট চোখকেও বড় দেখানো যায়। জেনে নিন, কোন টোটকা মেন মেকআপ করলে ছোট চোখও বড় দেখাবে।

Advertisement

১) ভুরু যদি ঠিকঠাক মাপের না হয়, তা হলে কিন্তু কোনও সাজই ঠিক খোলে না। যদি চোখের মেকআপে জোর দেন, তা হলে অবশ্যই খেয়াল রাখুন ভুরুতে। সময় বার করে অবশ্যই পার্লারে গিয়ে ভুরু শেপ করবেন। চোখ বড় দেখাতে ঘন মেকআপ করলে তার উপর এঁবড়ো-খেবড়ো ভুরু দেখতে খুবই খারাপ লাগবে।

২) চোখের কোলে কালি থাকলে চোখ দেখতে আরও ছোট ও ক্লান্ত লাগে। তাই মেকআপ শুরু করার আগে কনসিলার দিয়ে চোখের কোলের কালি ঢাকা ভীষণ জরুরি। এতেই চোখ দেখতে কিছুটা বড় লাগবে।

৩) আইশ্যাডোর রং যত হালকা হবে, চোখ দেখতে ততই বড় লাগবে। বাইরের দিকে গাঢ় রঙের আইশ্যাডো লাগালেও চোখের ভিতরের কোলে হালকা আইশ্যাডো লাগান। সাদা, সিলভার, গোল্ডেন, ব্রঞ্জ কিংবা ন্যুড শেডের আইশ্যাডো ব্যবহার করুন।

৪) মোটা আইলাইনার নয়, গোটা চোখ জুড়ে মোটা করে আইলাইনার লাগাবেন না। চোখের নীচের অংশে আইল্যাশের ভিতর দিকে আইলাইনার লাগাবেন না। আইল্যাশের বাইরে দিয়ে লাগান। চোখের কোল পর্যন্ত টানবেন না। তার একটু আগে ছেড়ে দিন।

পুজোয় মেকআপ করেই ভিড়ের মাঝে নজরে আসতে চান? মেকআপ তখনই সুন্দর হবে, যদি চোখের সাজ হয় নিখুঁত। চোখের সাজ নিয়ে এখন রূপটানশিল্পীরা নানা রকম পরীক্ষা-নীরিক্ষাও করছেন। চোখের রূপটানগুলির মধ্যে ‘স্মোকি আইস’, ‘সানসেট আইস’, ভারী চোখের পাতা, সাদা আইলাইনারের ব্যবহার খুব বেশিই চলছে। তবে পুজোয় চোখের সাজ নিখুঁত করতে চাইলে মেনে চলতে হবে কয়েকটি টোটকা। অনেকের চোখ ছোট বলে তাঁরা আক্ষেপ করেন, তবে কায়দা জানলে ছোট চোখকেও বড় দেখানো যায়। জেনে নিন, কোন টোটকা মেন মেকআপ করলে ছোট চোখও বড় দেখাবে।

১) ভুরু যদি ঠিকঠাক মাপের না হয়, তা হলে কিন্তু কোনও সাজই ঠিক খোলে না। যদি চোখের মেকআপে জোর দেন, তা হলে অবশ্যই খেয়াল রাখুন ভুরুতে। সময় বার করে অবশ্যই পার্লারে গিয়ে ভুরু শেপ করবেন। চোখ বড় দেখাতে ঘন মেকআপ করলে তার উপর এঁবড়ো-খেবড়ো ভুরু দেখতে খুবই খারাপ লাগবে।

২) চোখের কোলে কালি থাকলে চোখ দেখতে আরও ছোট ও ক্লান্ত লাগে। তাই মেকআপ শুরু করার আগে কনসিলার দিয়ে চোখের কোলের কালি ঢাকা ভীষণ জরুরি। এতেই চোখ দেখতে কিছুটা বড় লাগবে।

৩) আইশ্যাডোর রং যত হালকা হবে, চোখ দেখতে ততই বড় লাগবে। বাইরের দিকে গাঢ় রঙের আইশ্যাডো লাগালেও চোখের ভিতরের কোলে হালকা আইশ্যাডো লাগান। সাদা, সিলভার, গোল্ডেন, ব্রঞ্জ কিংবা ন্যুড শেডের আইশ্যাডো ব্যবহার করুন।

৪) মোটা আইলাইনার নয়, গোটা চোখ জুড়ে মোটা করে আইলাইনার লাগাবেন না। চোখের নীচের অংশে আইল্যাশের ভিতর দিকে আইলাইনার লাগাবেন না। আইল্যাশের বাইরে দিয়ে লাগান। চোখের কোল পর্যন্ত টানবেন না। তার একটু আগে ছেড়ে দিন।

৫) চোখ বড় দেখানোর জন্য কেবল নীচে ওয়াটার লাইনেই কাজল লাগালে চলবে না, উপরের ল্যাশ লাইনেও কিন্তু কাজল লাগাতে হবে।

৬) চোখের পাতায় নজর দিলে চোখ দেখতে অবশ্যই বড় লাগবে। ঘন করে অন্তত দুই থেকে তিন কোট মাস্কারা লাগান। নকল আইল্যাশও লাগাতে পারেন। তবে দেখেত যেন খুব বেশি উগ্র না লাগে, সে দিকেও নজর রাখতে হবে।

৭) ভুরু সুন্দর করে আঁকুন। এতে চোখ দেখতে যেমন সুন্দর লাগবে, তেমনই সাজেও বেশ খানিকটা পরিবর্তন আসবে।

Image of Eye.

ছবি: সংগৃহীত।

৫) চোখ বড় দেখানোর জন্য কেবল নীচে ওয়াটার লাইনেই কাজল লাগালে চলবে না, উপরের ল্যাশ লাইনেও কিন্তু কাজল লাগাতে হবে।

৬) চোখের পাতায় নজর দিলে চোখ দেখতে অবশ্যই বড় লাগবে। ঘন করে অন্তত দুই থেকে তিন কোট মাস্কারা লাগান। নকল আইল্যাশও লাগাতে পারেন। তবে দেখেত যেন খুব বেশি উগ্র না লাগে, সে দিকেও নজর রাখতে হবে।

৭) ভুরু সুন্দর করে আঁকুন। এতে চোখ দেখতে যেমন সুন্দর লাগবে, তেমনই সাজেও বেশ খানিকটা পরিবর্তন আসবে।

Advertisement
আরও পড়ুন