ফুলের গুণে বাগে আনতে না পারা চুলও হবে মসৃণ। বানিয়ে ফেলুন ঘরোয়া কন্ডিশনার। ছবি: সংগৃহীত।
চুল ঝরছে না। খুশকিও নেই। তবে সমস্যা অন্যখানে। বাড়ি থেকে চুল আঁচড়ে বেরোলেন, ঘণ্টাখানেকেই সেই চুল দেখলে মনে হয় যেন কত দিন চিরুনি বোলানো হয়নি। জট পড়ে একশা। রুক্ষ চুলের ধরন যাঁদের, তাঁরা অনেকেই এই সমস্যার সঙ্গে পরিচিত। তেল মাখলে খানিক সমস্যা মেটে, তবে পুরোপুরি নয়। বরং চুল নিয়ে জেরবার হতে হয়। শ্যাম্পু করার পর সেই সমস্যা আরও বেড়ে যায়। এই সময় কাজে আসতে পারে কন্ডিশনার। চুলের আর্দ্রতা ধরে রাখতে, কেশ মসৃণ এবং সুন্দর করে তুলতে শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করা হয়। বাজারচলতি নানারকম কন্ডিশনার পাওয়া গেলেও, রাসায়নিকের ব্যবহার এড়াতে চাইলে চুলের যত্নে বাড়িতেই জবাফুল দিয়ে বানাতে পারেন কন্ডিশনার।
চুলের জন্য কেন উপকারী জবা?
ভিটামিন, খনিজ জরুরি অ্যামাইনো অ্যাসিড-সহ অনেক উপাদানেই ভরপুর জবা। শুধু রূপচর্চা নয় গুণের জন্য জবা ফুলের চা খাওয়ার চল রয়েছে। মাথার ত্বকে পুষ্টি জোগাতে, চুলের ফলিকল শক্তপোক্ত করে চুল পড়া কমাতে সাহায্য করে এই ফুলটি। জবায় থাকা অ্যামাইনো অ্যাসিডের গুণে চুল হয় সুন্দর এবং মজবুত। অ্যান্টি- ইনফ্ল্যামেটরি উপাদান থাকায়, চুলকানি কমাতে, খুশকি সারাতেও এটি ভাল।
জবার গুণের জন্য প্রসাধনীর বাজারে এই ফুলের কন্ডিশনারের কদর বাড়ছে। যে কোনও দোকান, অনলাইনে সহজেই তা পাওয়া যাবে। তবে চাইলে ফুল দিয়ে ঘরেও বানাতে পারেন কন্ডিশনার।
জবা ফুলের কন্ডিশনার
উপকরণ
জবাফুলের গুঁড়ো
নারকেল তেল বা অলিভ অয়েল
অ্যালো ভেরা জেল
ভিটামিন ই অয়েল
পদ্ধতি
জবাফুলের গুঁড়ো বা অথবা জবাফুল ধুয়ে বেটে নিন। তার সঙ্গে যোগ করুন ১ চা চামচ তেল, অ্যালো ভেরা জেল। একটি ভিটামিন ই ক্যাপসুল কেটে তার মধ্যে থাকা তরল যোগ করুন অথবা কয়েক ফোঁটা ভিটামিন ই অয়েল মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কন্ডিশনার।
ব্যবহারবিধি
শ্যাম্পু করার পর চুল গামছা বা তোয়ালে দিয়ে মুছে নিন। ভিজে চুলেই মিশ্রণটি মেখে নিন। প্রতিটি চুলে তা যেন লাগে। মিনিট ১০-১৫ মাথায় রাখার পর ঈষদুষ্ণ জল দিয়ে চুল খুব ভাল করে ধুয়ে নিন।
আর কী ভাবে বানাবেন জবার কন্ডিশনার?
৪-৫টি টাটকা জবাফুল সারা রাত জলে ভিজিয়ে সকালে বেটে নিন। বাটার পর মিশ্রণটি ছেঁকে নিন। এবার ছেঁকে নেওয়া তরলে যোগ করুন কাঠবাদামের জেল। চুলের যত্নে কাঠবাদামের জেল উপকারী। দুই উপকরণ মিশিয়ে শ্যাম্পু করার পর ভিজে চুলে মেথে নিন। মিনিট দশেক পরে ভাল করে ধুয়ে ফেললেই চুল হবে নরম এবং সুন্দর।