Hair care

Hair Care: চুল পাতলা হয়ে যাচ্ছে? হেঁশেলে ধনেপাতা আছে তো

ধনেপাতা সাধারণত রান্নায় ব্যবহার করা হয়। চুলের যত্নে কী ভূমিকা পালন করে ধনেপাতা?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৭:৪১
ধনে পাতা শুধু সবজি নয়, চুলের যত্ন নিতেও সাহায্য করে।

ধনে পাতা শুধু সবজি নয়, চুলের যত্ন নিতেও সাহায্য করে। ছবি: সংগৃহীত

চুলের যত্ন নিতে নানা উপায় অবলম্বন করা বয়। কখনও আবার ঘরোয়া উপায়েও নানা উপাদানের সাহায্যে যত্ন নেওয়া হয়। কিন্তু চুলের যত্নে কি কখনও ধনেপাতা ব্যবহার করেছেন?

জেনে নিন কী ভাবে চুলের যত্নে ব্যবহার করবেন ধনেপাতা—

Advertisement

১) ধনে পাতার মিশ্রণ: ধনেপাতার রসের সঙ্গে দু’চামচ জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে এই মিশ্রণটি মাথায় মেখে রাখা যেতে পারে। শুকিয়ে এলে ধুয়ে নিন। এতে চুল ঘন হবে।

অ্যালোভেরা ও ধনে পাতার মিশ্রণ চুলের ঘনত্ব বাড়ায়।

অ্যালোভেরা ও ধনে পাতার মিশ্রণ চুলের ঘনত্ব বাড়ায়। ছবি: সংগৃহীত

২) মুলতানি মাটি ও ধনে পাতা: মুলতানি মাটি এতদিন মূলত ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে এসেছে। কিন্তু মুলতানি মাটি চুলের জন্যেও ভাল। মুলতানি মাটির সঙ্গে ধনেপাতার রস মিশিয়ে, মিশ্রণটি চুলে লাগালে চুল ঘন হবে।

৩) অ্যালো ভেরা ও ধনেপাতা: অ্যালো ভেরার উপকারিতা সম্পর্কে সকলেই অবগত। অ্যালো ভেরা চুল ও ত্বকের জন্য অত্যন্ত উপকারী। অ্যালো ভেরার সঙ্গে ধনেপাতার রস মিশিয়ে মাথায় লাগালে চুল পড়া হ্রাস পায়। এ ছাড়াও এই মিশ্রণটি চুলকে নরম ও মসৃণ রাখে।

আরও পড়ুন
Advertisement