Post Festive Skin Care

পুজোয় টানা মদ্যপান চলেছে? ত্বকেও পড়েছে ছাপ, তাই প্রয়োজন বাড়তি যত্নের

উৎসবের উন্মাদনায় যেমন শরীরে প্রভাব পড়ে, তেমনই পড়ে ত্বকেও। অতিরিক্ত রূপটান, জল কম খাওয়া, মদ্যপান, ঘুমের অভাবে নেতিয়ে পড়ে ত্বকও। কী ভাবে জেল্লা ফিরে পাবেন, জানালেন ত্বক বিশেষজ্ঞ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২২ ১৯:০২
উৎসবের শেষ ত্বকের বাড়তি যত্ন নিয়ম করে নেওয়া প্রয়োজন।

উৎসবের শেষ ত্বকের বাড়তি যত্ন নিয়ম করে নেওয়া প্রয়োজন। প্রতীকী ছবি।

পুজোয় নিশ্চয়ই খাওয়াদাওয়া-ঘুম— সবেরই অনিয়ম হয়েছে। সঙ্গে উৎসবের উন্মাদনায় মাত্রাছাড়া মদ্যপানও হয়েই যায়। শরীরের জলের অভাব হলে শুকিয়ে যায় ত্বকও। ত্বকের আর্দ্রতা ফিরিয়ে জেল্লা আনতে তাই উৎসবের পর প্রয়োজন ত্বকের বিশেষ যত্ন। কী ভাবে নেবেন, জানালেন ‘কিল্‌স’র তরফ থেকে রজত মাথুর।

কোনও জাদু উপাদানে কি চটজলদি বদল দেখা সম্ভব? রজত জানালেন, উপাদানের উপরেই নির্ভর করবে, তাঁর প্রভাব ত্বকে কত দিনে বোঝা যাবে। তবে সাধারণত ১ থেকে ৩ মাস সময় লাগে যে কোনও নতুন প্রোডাক্টের কাজ দিতে। হাউরুলনিক অ্যাসিড যেমন ব্যবহার করা শুরু করলে নিমেষে ত্বক আর্দ্র হয়। স্যালিসিলিক অ্যাসিড অন্তত ৬ সপ্তাহ সময় নেয়।

Advertisement
শোয়ার আগে অবশ্যই কোনও ফেশিয়াল অয়েল ব্যবহার করুন।

শোয়ার আগে অবশ্যই কোনও ফেশিয়াল অয়েল ব্যবহার করুন। প্রতীকী ছবি।

তাই যদি হয়, তা হলে কি উৎসবের পর হঠাৎ বাড়তি যত্ন নিলে আদৌ কোনও লাভ হয়? রজতের মতে, যদিও রাতারাতি কোনও উপায়েই ত্বক বদলে যেতে পারে না, কিন্তু উৎসবের উন্মাদনায় ত্বকের অবহেলা হয়েই যায়। রাত জেগে ঠাকুর দেখা, বাড়িতে নিত্য অতিথি সমাগম, দু’বেলা হইহুল্লোড়ে বেশির ভাগ মানুষ দিনে দু’বেলা ত্বকের যত্ন নেওয়ার সময় পান না। তাই উৎসবের শেষ ত্বকের বাড়তি যত্ন নিয়ম করে নেওয়া প্রয়োজন। দু’বেলা ভাল করে ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং করা ছাড়াও সিরাম, রাতের ফেশিয়াল অয়েল জাতীয় প্রোডাক্ট আপনার রূপ-রুটিনে রাখতেই হবে।

ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং করা ছাড়াও সিরাম, রাতের ফেশিয়াল অয়েল জাতীয় প্রোডাক্ট আপনার রূপ-রুটিনে রাখতেই হবে।

ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং করা ছাড়াও সিরাম, রাতের ফেশিয়াল অয়েল জাতীয় প্রোডাক্ট আপনার রূপ-রুটিনে রাখতেই হবে। প্রতীকী ছবি।

টানা মদ্যপান করলেও শরীরের পাশাপাশি ত্বক শুকিয়ে যায়। তাই কিছু বিষয় কয়েক সপ্তাহ মাথায় রাখতেই হবে—

১। দিনে ৩-৪ লিটার জল খান

২। দিনে দু’রকম মরসুমি ফল খান

৩। দুপুরের খাবারে পর্যাপ্ত পরিমাণে স্যালাড রাখুন

৪। ডিটক্স ওয়াটার খেতে পারেন নিয়ম করে

৫। হাইড্রেটিং শিট মাস্ক লাগাতে পারেন সপ্তাহে দু’দিন

৬। শোয়ার আগে অবশ্যই কোনও ফেশিয়াল অয়েল ব্যবহার করুন

৭। কয়েকদিন রূপটান থেকে বিরতি নিন। আর অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন

Advertisement
আরও পড়ুন