Skin Care Tips

পুজোর পরে ত্বকে এসেছে ক্লান্তির ছাপ? কোন টোটকায় বরফ ব্যবহার করলে ফিরে পাবেন জেল্লা

ক্লান্তির ছাপ, ব্রণ, চোখের তলায় কালির সমস্যা দূর করতে বরফের জুড়ি মেলা ভার! শুধু বরফ নয়, জলের মধ্যে বেশ কিছু উপাদান মিশিয়ে নিলে জেল্লা বাড়বে আরও ! জেনে নিন সেগুলি কী কী।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২২ ১৬:৩৪
যে কোনও ধরনের প্রদাহ, এমনকি চোখের তলায় কালি দূর করতেও বরফের জুড়ি মেলা ভার!

যে কোনও ধরনের প্রদাহ, এমনকি চোখের তলায় কালি দূর করতেও বরফের জুড়ি মেলা ভার! ছবি: সংগৃহীত

সদ্য কেটেছে দুর্গাপুজোর আমেজ। সামনেই আবার কালীপুজো! তবে এ ক’দিন চড়া মেক আপ করে ত্বকের বেহাল দশা! ত্বক দেখাচ্ছে জেল্লাহীন! এই সময়ে ত্বকের যত্ন না নিলে কিন্তু মুশকিল। দামি প্রসাধনী নয়, কেবল বরফের টুকরো দিয়েই আপনার ত্বকের হাজার সমস্যার সমাধান হতে পারে। ত্বকে ক্লান্তির ছাপ, ব্রণর সমস্যা, যে কোনও ধরনের প্রদাহ এমনকি চোখের তলায় কালি দূর করতেও বরফের জুড়ি মেলা ভার! তবে শুধু বরফ নয়, জলের মধ্যে বেশ কিছু উপাদান মিশিয়ে নিলে জেল্লা বাড়বে আরও! জেনে নিন সেগুলি কী কী।

Advertisement
তুলসী পাতা ত্বককে ঠান্ডা করে।

তুলসী পাতা ত্বককে ঠান্ডা করে। ছবি: সংগৃহীত

১) কয়েকটি তুলসী পাতা বেটে নিয়ে জলে গুলে নিন। এ বার তার সঙ্গে ২ চামচ অ্যালো ভেরা জেল নিয়ে জলে ভাল করে গুলে নিন। এই মিশ্রণ দিয়ে বরফ জমিয়ে নিন। অ্যালো ভেরা ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়, ব্রণর সমস্যা দূর করে। তুলসী পাতাও ত্বককে ঠান্ডা করে। এই মিশ্রণ ট্যান দূর করতেও সাহায্য করে।

২) একটি শসা মিক্সিতে ঘুরিয়ে নিন। এ বার সেই মিশ্রণে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিয়ে বরফ জমিয়ে নিন। এই দুই উপাদানেই ভরপুর মাত্রায় অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে যা ভিতর থেকে ত্বকের জেল্লা বাড়াতে সাহায়্য করে। মুখে বরফ ঘষলে সেই অংশে রক্ত সঞ্চালন বাড়ে, ফলে ব্রণ, লালচে ভাব দূর হয়।

৩) খানিকটা জল নিয়ে তাতে কেশর গুলে নিন। দু’চামচ গোলাপ জল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার সেই মিশ্রণটি দিয়ে বরফ জমিয়ে মুখে ব্যবহার করুন। ত্বকে ট্যানের সমস্যা, ব্রণর সমস্যা, কালচে দাগ— সবই দূর হবে এই টোটকায়।

Advertisement
আরও পড়ুন