সাদা কাজলে চোখ আঁকবেন কী ভাবে? ছবি: ফ্রিপিক।
উৎসব শেষ, কিন্তু সামনেই বিয়ের মরসুম। তবে বিয়েবাড়ি হোক বা রোজের অফিস, কাজল তো রোজই পরছেন। আইলাইনার, আইশ্যাডো, আই পেনসিল দিয়ে স্মোকি আই মেকআপও করছেন। কখনও সাদা রঙের কাজল পরে দেখেছেন? এখন রঙিন কাজল ও আইলাইনারের বেশ চল। সাদা বা নীল কাজলে চোখ আঁকছেন তারকারাও। যদি সাদা কাজল বা সাদা রঙের আইলাইনার পরতেই হয়, তা হলে কেমন ভাবে রূপটান করবেন জেনে নিন।
চোখ আঁকার আগে বাদামি আই ব্রো পেনসিল দিয়ে নিখুঁত করে ভ্রূ এঁকে নিন। তার পর চোখের উপরের আর নীচের পাতা বরাবর সাদা রঙের আই পেনসিল দিয়ে সুন্দর করে কাজল পরে নিন। একটু মোটা করে পরবেন যাতে রংটা পরিষ্কার বোঝা যায়।
রঙিন আইলাইনার পরলে তার সঙ্গে উজ্জ্বল রঙের আইশ্যাডোও লাগাতে পারেন। সে ক্ষেত্রে একদম বিপরীত টোনের মাস্কারা পরতে হবে। যেমন আকাশি রঙের আইশ্যাডো হলে গাঢ় নীল মাসকারা থাকবে চোখের পলকে। আইলাইনার না লাগিয়ে শুধু শ্যাডো আর মাস্কারাতেই চোখের সাজ সম্পূর্ণ করতে পারেন। তবে আপনার পুরো মেকআপের সঙ্গে মাস্কারার রং মানানসই হচ্ছে কি না, আগে তা যাচাই করে নিন। খুব হালকা, বিবর্ণ রঙের আইশ্যাডোও কিন্তু মন্দ লাগবে না।
সাদা আই পেনসিল দিয়ে শুধু চোখ নয়, ঠোঁটও সুন্দর করতে পারেন। লিপস্টিক পরার পর নীচের ঠোঁট ভরাট দেখানোর জন্য ঠোঁটের ঠিক মাঝখানে