Skin

DIY Face Mask: বর্ষাকালে অফিস থেকে ফিরে চটচটে ত্বক নিয়ে অস্বস্তি? ঘরে বানানো ফেস মাস্কে আছে সমাধান

বর্ষাকালে ত্বক চটচটে হয়ে যায় যেন। বার বার ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করেও স্বস্তি মেলে না। এ সময়ে কাজে লাগতে পারে ঘরে তৈরি ফেস মাস্ক।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২২ ২০:২২
নিজের ত্বকের যত্ন নিতে তা বানিয়ে ফেলুন নিজের হাতেই।

নিজের ত্বকের যত্ন নিতে তা বানিয়ে ফেলুন নিজের হাতেই।

বর্ষাকালে ত্বক-চুলের সমস্যা লেগেই থাকে। সব সময়েই যেন অস্বস্তি। জেল্লা নেই। নেই আরামও। অফিস থেকে বাড়ি ফিরে স্নান করেও যেন আরাম হয় না। মুখ ঠিক তেলতেলে না হলেও কেমন যেন চটচট করতে থাকে।

এমন মরসুমে কাজে আসতে পারে ঘরোয়া একটি ফেস মাস্ক। নিজের ত্বকের যত্ন নিতে তা বানিয়ে ফেলুন নিজের হাতেই। বানাতে সময় লাগবে মিনিট পাঁচেক। কিন্তু সারা রাত কাটবে স্বস্তিতে।

Advertisement

কী ভাবে বানাবেন সেই মাস্ক?

উপকরণ:

বেসন: এক চামচ

হলুদ: এক চামচ

লেবুর রস: এক চামচ

গোলাপ জল: দু’ফোঁটা

বেসনের গুণে জেল্লা ফিরবে ত্বকের।

বেসনের গুণে জেল্লা ফিরবে ত্বকের।

প্রণালী:

একটি পাত্রে বেসন, হলুদ, লেবুর রস আর গোলাপ জল ঢেলে নিন। এ বার সব ক’টি উপকরণ ভাল করে মেশাতে থাকুন। যত ক্ষণ না একটি মসৃণ পেস্ট তৈরি হচ্ছে, তত ক্ষণ ঘাঁটতে থাকুন সবটা। মাস্ক তৈরি হয়ে গেলে সারা মুখে লাগিয়ে মিনিট ১৫ রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

বর্ষাকালে রোজ এই মাস্ক ব্যবহার করলে ত্বকের চটচটে ভাব যাবে। আর জেল্লাও ফিরবে।

আরও পড়ুন
Advertisement