Saree Draping Tips

পুজোয় একই সঙ্গে জোড়া শাড়ি পরে নজর কাড়ুন সবার! কী ভাবে পরবেন শেখালেন ডলি জৈন

পুজোয় একটু ভিন্ন সাজে সেজে উঠতে তান একে অপরের সঙ্গে মানানসই হবে এমন দু’টি শাড়ি বেছে নিয়ে পরে ফেলতে পারেন ভিন্ন কায়দায়, রইল তারই হদিস।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১০:১৫
পুজোর সাজে থাকুক নতুনত্বের ছোঁয়া!

পুজোর সাজে থাকুক নতুনত্বের ছোঁয়া! ছবি: সংগৃহীত

ইদানীং অল্পবয়সি মেয়েদের মধ্যেও শাড়ি পরার ঝোঁক বেড়েছে। তাঁদের পছন্দনের কথা মাথায় রেখে এই বছর পুজোর বাজারে হালকা শাড়ির ছড়াছড়ি। অরগ্যাঞ্জা, শিফন, মসলিন শাড়ি কেনার প্রতিই বেশি ঝুঁকছেন তরুণীরা।

হাল ফ্যাশনে শাড়ি পরার কায়দাতেও নানা রকম বদল এসেছে। কেউ শার্টের উপর কায়দা করে শাড়ি পরছেন, কেউ আবার জিনসের উপরেই শাড়ি জড়িয়ে নিচ্ছেন। শাড়ি ড্র্যাপিং শিল্পী ডলি জৈন ৩৫০ টিরও বেশি কায়দায় শাড়ি পরাতে পারেন। তিনি এখন বলি তারকাদের নয়নের মণি। দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া, আলিয়া ভট্ট, ক্যাটরিনা কইফ সকলেই শাড়ি পরিয়েছেন ডলি। তারকাদের বিয়ে ইদানীং ডলি জৈন ছাড়া অসম্পূর্ণ। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীও বলেছিলেন, ডলির হাতে জাদু আছে।

Advertisement

নিজের ইনস্টাগ্রামে ডলি প্রায়ই শেয়ার করেন ভিন্ন ভিন্ন কায়দায় শাড়ি পরার ভিডিয়ো। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একই সঙ্গে দু’টি শাড়ি পরার কায়দা। পুজোয় একটু ভিন্ন সাজে সেজে উঠতে তান একে অপরের সঙ্গে মানানসই হবে এমন দু’টি শাড়ি বেছে নিয়ে পরে ফেলতে পারেন ভিন্ন কায়দায়, রইল তারই হদিস। ভিডিয়োতে দেখে নিন কী ভাবে জোড়া শাড়িতে করতে পারেন বাজিমাত।

Advertisement
আরও পড়ুন