Saif Ali Khan health insurance

দু’টি অস্ত্রোপচার, গুরুতর জখম সইফ, অভিনেতাকে কত টাকা বিল মেটাতে হবে লীলাবতী হাসপাতালে?

নেটদুনিয়ার ঘুরছে সইফ আলি খানের স্বাস্থ্যবিমার নথি! শুরু হয়েছে চর্চা। গুরুত্বপূর্ণ নথি ফাঁস প্রসঙ্গে মুখ খুলেছে বিমা সংস্থা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৪:৩৫
Saif Ali Khan has health insurance of rupees 36 lakh claim and discharge date leaked

সইফের স্বাস্থ্যবিমা সংক্রান্ত নথি ফাঁস হয়েছে নেটদুনিয়ায়। ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার বান্দ্রার বাড়িতে ছুরিকাহত হওয়ার পর এই মুহূর্তে মুম্বইয়ের লীলাবতী হাসাপাতালে চিকিৎসাধীন সইফ আলি খান। অভিনেতা কেমন আছেন বা কবে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন, তা নিয়ে সমাজমাধ্যমেও শুরু হয়েছে চর্চা। এরই মধ্যে সইফের স্বাস্থ্যবিমার নথি ফাঁস হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

সইফের স্বাস্থ্যবিমার যে নথি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেখানে বিমার ঊর্ধ্বসীমা থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, সইফের ৩৬ লক্ষ টাকার একটি স্বাস্থ্যবিমা রয়েছে। তার মধ্যে হাসপাতালের জন্য ইতিমধ্যেই ২৫ লক্ষ টাকা মঞ্জুর করেছে বিমা কোম্পানিটি। সেখান থেকে জানা যাচ্ছে, আগামী ২১ জানুয়ারি সইফকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।

তবে এই নথি প্রকাশ্যে আসার পর, অভিনেতার নিরাপত্তা নিয়ে অনেকেই সমাজমাধ্যমে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে একটি বিবৃতি জারি করেছে সংশ্লিষ্ট বিমা সংস্থা। সেই বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘সইফ আলি খান আমাদের গ্রাহক। যে অঙ্কের টাকা চাওয়া হয়েছিল, প্রাথমিক পর্যায়ে আমরা আংশিক অর্থ অনুমোদন করেছি। সম্পূর্ণ চিকিৎসা সম্পন্ন হলে বাকিটাও দিয়ে দেওয়া হবে। এই কঠিন সময়ে আমরা সইফ এবং তাঁর পরিবারের সঙ্গেই রয়েছি।’’

এ দিকে স্বাস্থ্যবিমার নথি প্রকাশ্যে আসার পর, অনেকেই বিষয়টিকে কটাক্ষ করেছেন। নেটাগরিকদের একাংশের দাবি, তারকা বলেই সিংহভাগ টাকার অনুমোদন দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে বিমা কোম্পানির থেকে টাকা পেতে প্রচুর পরিশ্রম করতে হয়।

Advertisement
আরও পড়ুন