রোজ়হিপ অয়েল সরাসরি মুখে মাখা যায় না। ছবি: সংগৃহীত।
নামের সঙ্গে গোলাপের যোগ থাকলেও আদতে রোজ়হিপ অয়েলের উৎস ভিন্ন। এক প্রকার গুল্মজাতীয় গাছের ছোট ছোট ফল এবং তার বীজ থেকে পাওয়া যায় রোজ়হিপ অয়েল। হিমালয়ের পার্বত্য অঞ্চলে ছড়িয়ে থাকা গাছটির পোশাকি নাম ‘রোজ়া ক্যানিনা’।
ইদানীং ত্বকচর্চার জগতে রোজ়হিপ অয়েলের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। ক্রিম, ময়েশ্চারাইজ়ার তৈরিতে নানা ধরনের উপাদানের মধ্যেও এই অয়েলের উপস্থিতি লক্ষণীয় হয়ে উঠেছে। তবে ইতিহাস বলছে, প্রাচীন মিশরে রোজ়হিপ অয়েলের ব্যবহার ছিল। প্রসাধনীতে তো বটেই, রোজ়হিপ ফলটি দিয়ে তৈরি পানীয় খাওয়ার রেওয়াজ ছিল সেখানে।
রোজ়হিপ অয়েলে কী এমন আছে?
রোজ়হিপ অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। ত্বকের জন্য এই ভিটামিন ভীষণ গুরুত্বপূর্ণ। এ ছাড়াও রোজ়হিপ অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। ত্বকের ক্ষয়ক্ষতি, কোষ নষ্ট হওয়ার মতো সমস্যা রুখে দিতে পারে এই অয়েল। এমনকি, সূর্যের অতিবেগনি রশ্মি থেকে ত্বকে যে ধরনের ক্ষতি হতে পারে, তা রুখে দেওয়া যায় রোজ়হিপ অয়েল ব্যবহারে। ত্বকের চিকিৎসকেরা বলছেন, রোজ়হিপ অয়েলে রয়েছে ক্যারোটিনয়েড নামক একটি উপাদান, যা নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। ত্বকের আর্দ্রতা বা ময়েশ্চার ধরে রাখার জন্য সুরক্ষাকবচ তৈরি করতে পারে ভিটামিন এফ, যা রয়েছে রোজ়হিপ অয়েলে।
রোজ়হিপ অয়েল মাখলে কী উপকার হবে?
১) ত্বকের প্রদাহজনিত সমস্যা, যেমন এগ্জ়িমা নিরাময় করে রোজ়হিপ অয়েল। ‘ফেনল’ নামক বিশেষ একটি অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে এই অয়েলে, যা ত্বকের সংক্রমণও রুখে দিতে পারে।
২) ত্বকে চোট-আঘাত লাগলে বা পুড়ে গেলে দাগ থেকে যায়। অস্ত্রোপচারের পর সেলাইয়ের দাগও ঘরোয়া টোটকায় তোলা সম্ভব হয় না। তবে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, রোজ়হিপ অয়েল এই ধরনের দাগ ফিকে করে দেওয়ার ক্ষমতা রাখে। তৎক্ষণাৎ ফল আশা করলে মুশকিল। ধীরে ধীরে ত্বকের রঙের সঙ্গে দাগ মিলিয়ে যায়।
৩) বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, রোজ়হিপ অয়েল যুক্ত ক্রিম, ময়েশ্চারাইজ়ার ব্যবহারে নারী-পুরুষ নির্বিশেষে স্ট্রেচ মার্কের সমস্যা বশে রাখা যায়।
কী ভাবে মাখবেন?
এই ধরনের এসেনশিয়াল অয়েলে নানা ধরনের উপাদান সক্রিয় অবস্থায় থাকে। তাই সরাসরি ত্বকে মাখতে বারণ করা হয়। তবে নারকেল, অলিভ, তিলের মতো ক্যারিয়ার অয়েল বা ক্রিম, ময়েশ্চারাইজ়ারের সঙ্গে কয়েক ফোঁটা রোজ়হিপ অয়েল মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।