Beer

Beer sneakers: উৎসব-আনন্দে চুমুক দেন বিয়ারের গ্লাসে? এ বার জুতোর মধ্যেই মিলবে সুরা

বিয়ার ভর্তি বিশেষ ধরনের এই জুতো বাজারে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কী এই ‘বিয়ার স্নিকার্স’?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২২ ১৭:০৬
‘বিয়ার স্নিকার্স’।

‘বিয়ার স্নিকার্স’। ছবি- সংগৃহীত

পাতার আকৃতির ব্যাগ হোক বা স্যান্ডউইচের মতো দেখতে জুতো— নানা সময়ে অদ্ভুত সব সাজ জনপ্রিয় হয়ে উঠেছে। এ বার সেই তালিকায় যুক্ত হল ‘বিয়ার স্নিকার্স’। এই বিশেষ ধরনের জুতো বাজারে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিয়ারপ্রেমীরা এই জুতো হাতে পাওয়ার জন্য, থুড়ি পায়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন।

Advertisement

কেমন এই ‘বিয়ার স্নিকার্স’

এই স্নিকার্সের সোলটি স্বচ্ছ নলের মতো দেখতে। সেই অংশতেই ভরা রয়েছে রঙিন বিয়ার। বিয়ার বোতল খোলার জন্য জুতোর সঙ্গেই একটি ওপেনারও রয়েছে। মূলত বিয়ার সংস্থা ‘হেইনিকেন’ এবং জুতো নির্মাণকারী সংস্থা ‘ডমিনিক সিয়ামব্রোন’-এর যৌথ উদ্যোগে এমন অভিনব একটি জিনিস তৈরি হয়েছে। তবে এই জুতো সব সময় ব্যবহারের জন্য নয়। ফ্যাশনের সংজ্ঞা বদলে দেওয়ার প্রয়াস এই প্রথম নয়। এর আগে আগেও একটি নামী বিদেশি পোশাক বিপণন সংস্থা এক ধরনের সোয়েটার বাজারে এনেছিল। যা অনেকটা পনিরের মতো দেখতে।

Advertisement
আরও পড়ুন