আলিয়া ভট্ট। নিজস্ব চিত্র।
আর মাত্র কয়েক দিন। বলিউডের বিখ্যাত কপূর পরিবারের বধূ হবেন আলিয়া ভট্ট। রণবীর-আলিয়ার বিয়ের প্রস্তুতিতে মেতে এখন দুই পরিবার। আর তারই সঙ্গে অনুরাগীদের জল্পনার পারদ চড়ছে। বধূ বেশে কেমন দেখাবে আলিয়াকে?
আলিয়ার রূপে মুগ্ধ গোটা দেশ। কথায় বলা হয়, আলিয়ার মেকআপ লাগে না। এমনিতেই উজ্জ্বল নায়িকার চেহারা। কিন্তু ত্বক-চুলের এমন জেল্লার পিছনে আসল রহস্য কী? অভিনেত্রী বিয়েতে বসার আগে জেনে নেওয়া যাক হবু কনের রূপের রহস্য।
১) ঘরোয়া যত্নে ভরসা রাখেন আলিয়া। তাই একটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন যে, মধু আর পেঁপে একসঙ্গে মেখে নিয়ে ত্বকে লাগান তিনি। মিনিট পনেরো সে ভাবেই রেখে দেন। ঘরোয়া এই প্যাক জেল্লা বাড়ায় চেহারার।
২) চোখের যত্নও বিশেষ ভাবে নেন আলিয়া। যাতে চোখের তলায় ফোলা ভাব না দেখা দেয়, তাই নিয়মিত একটি ক্রিম ব্যবহার করেন নায়িকা।
৩) মুখ মাসাজ করার একটি রোলার আছে আলিয়ার। তা দিয়ে নিয়মিত মাসাজ করেন ত্বক। আর তারই গুণে বুঝি নিশ্চিন্তে বিনা মেকআপে দিব্যি ঘুরে বেড়াতে পারেন বলি-নায়িকা!
৪) মুখে যাতে কোনও দাগ না পড়ে, তার জন্য নিয়াসিনামাইড ব্যবহার করেন আলিয়া।
৫) সানস্ক্রিন না লাগিয়ে কোনও দিনও বাড়ি থেকে বেরোন না নায়িকা।
৬) নিজের ত্বক নিয়মিত ময়শ্চারাইজও করেন আলিয়া। ত্বকের জেল্লা বাড়ে তাতে।
৭) ত্বক তরতাজা রাখতে মাঝেমাঝে মুলতানি মাটিও মাখেন আলিয়া।