Bizarre

বিশ্বের সবচেয়ে পুরু ঠোঁট! তবু থামতে নারাজ, প্রাণের ঝুঁকি নিয়েও চলবে আরও অস্ত্রোপচার

বত্রিশ বার বিভিন্ন ধরনের অস্ত্রোপচারও করিয়েছেন মুখে। তবু থামতে রাজি নন বুলগেরিয়ার মডেল আন্দ্রেয়া ইভানোভা। পুরু ঠোঁট আরও পুরু করার পাশাপাশি দেহের অন্যান্য অঙ্গেও আনতে চান বদল তিনি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২২ ১১:৩২
আন্দ্রেয়া বত্রিশ বার বিভিন্ন ধরনের অস্ত্রোপচারও করিয়েছেন মুখে।

আন্দ্রেয়া বত্রিশ বার বিভিন্ন ধরনের অস্ত্রোপচারও করিয়েছেন মুখে। ছবি: সংগৃহীত

নাম আন্দ্রেয়া ইভানোভা। পেশায় মডেল বুলগেরিয়ার ওই তরুণীর দাবি, তিনি পৃথিবীর সবচেয়ে পুরু ঠোঁটের অধিকারী। ঠোঁট এমন পুরু করতে নিয়েছেন বহু ইঞ্জেকশন। বত্রিশ বার বিভিন্ন ধরনের অস্ত্রোপচারও করিয়েছেন মুখে। এত কিছুর পরেও থামতে রাজি নন তিনি। পুরু ঠোঁট আরও পুরু করতে যেমন আরও অস্ত্রোপচার করতে চান তিনি, তেমনই দেহের অন্যান্য অঙ্গেও আনতে চান বদল।

Advertisement

২৫ বছর বয়সি আন্দ্রেয়া জানিয়েছেন, ২০১৮ সাল থেকে মুখের আদল বদলে ফেলতে ইঞ্জেকশন নেওয়া শুরু করেন তিনি। প্রতি ২ সপ্তাহ অন্তর হায়ালুরনিক ইঞ্জেকশন নিতে শুরু করেন তিনি। লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের মুখের এই বদল নিয়ে তাঁকে সতর্ক করেছেন চিকিৎসকরাও। তাঁদের সাফ কথা, এ ভাবে ক্রমাগত ইঞ্জেকশন নিয়ে গেলে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে যে কোনও দিন।

চিকিৎসকরা যা-ই বলুন, তরুণী কিন্তু থামতে রাজি নন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে আন্দ্রেয়া জানিয়েছেন, নিজের জন্মদিনে ফের অস্ত্রোপচার করিয়েছেন তিনি। তবে ঠোঁটে নয়, চিবুকে। পুরু ঠোঁটের পর তাঁর নতুন লক্ষ্য পৃথিবীর সবচেয়ে তীক্ষ্ণ চিবুকের মালকিন হওয়া। সেই স্বপ্ন পূরণ করতেই এ বার আরও অস্ত্রোপচার করাবেন তিনি। শুধু মুখই নয়, স্তনেও একই ধরনের অস্ত্রোপচার করিয়েছেন এই মডেল।

Advertisement
আরও পড়ুন