শ্যাম্পু করার পর চুল আরও রুক্ষ হয়ে যায়? সমাধান কী ভাবে? ছবি: ফ্রিপিক।
তেল মাখছেন, পরিচর্যাও করছেন। তবু চুলে জেল্লা ফিরছে না? শ্যাম্পু করলেই চুল হয়ে পড়ছে আরও রুক্ষ? শ্যাম্পু করার পর ভিজে চুলে কন্ডিশনার ব্যবহার করলে লাভ হয় অনেকটা। তবে যদি জেল্লা ফেরাতে চান চুলে, রুক্ষ ভাব কাটাতে চান, স্নানের পর বিশেষ উপাদানে চুল ধুয়ে নিতেও পারেন।
মধু: মধু অত্যন্ত ভাল ময়েশ্চারাইজ়ার। চুলে আর্দ্রতা জোগাতে সাহায্য করে মধু। ২ কাপ ঈষদুষ্ণ জলে ২-৩ টেবিল চামচ মধু মিশিয়ে, জলটি ঠান্ডা হলে তা দিয়ে চুল ধুয়ে নিন। মাথার ত্বক থেকে চুল মধুর জল দিয়ে হালকা হাতে মাসাজ করুন।
গ্রিন টি: অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর গ্রিন টি। এতে রয়েছে বিভিন্ন ধরনের খনিজও। গ্রিন টি ব্যবহার করতে পারেন চুলের ঔজ্জ্বল্য বৃদ্ধি এবং রুক্ষ ভাব দূর করতে। গ্রিন টি-এর সঙ্গে ১ চা-চামচ মধুও মিশিয়ে নিতে পারেন। ২ কাপ গরম জলে ২-৩টি গ্রিন টি-ব্যাগ ভিজিয়ে নিন। শ্যাম্পু করার পর চুলের জল মুছে, গ্রিন টি দিয়ে চুল ধুয়ে নিন। হালকা হাতে মাথার ত্বক মাসাজ করলেও উপকার মিলবে।
অ্যালো ভেরা: অ্যালো ভেরাও চুল এবং ত্বকের জন্য ভাল। মাথার ত্বকে ছোটখাটো সংক্রমণ কমাতে, প্রদাহ কমাতে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে উপাদানটি। অ্যালো ভেরা চুলের রুক্ষভাব দূর করতেও কার্যকর। দু’কাপ জলে অ্যালো ভেরা জেল বা অ্যালো ভেরার শাঁস বেটে মিশিয়ে নিন। তা দিয়ে চুল ধুয়ে ফেলুন।
অ্যাপেল সাইডার ভিনিগার: ১ লিটার ঈষদুষ্ণ জলে ১ কাপ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। তা দিয়ে মাথার ত্বক এবং চুল ভাল করে ধুয়ে নিন। মিশ্রণটি মাথায় দেওয়ার পর মাসাজ বা মালিশ করে নিতে পারেন। তবে মালিশের সময় চুলে যেন জট না পড়ে বা চাপ পড়ে দেখতে হবে।
চালের জল: চালের জল অথবা ভাতের ফ্যান চুলের পরিচর্যায় দীর্ঘ দিন ধরে ব্যবহার হয়ে আসছে। রুক্ষ চুলের সমস্যা সমাধানে ভাতের ফ্যান দারুণ কাজ করে। চাল ভেজানো জলও অবশ্য ব্যবহার করতে পারেন। এর গুণে চুল হবে লম্বা।
নিয়মবিধি: শ্যাম্পু করার পর তোয়ালে দিয়ে ভাল করে চুল মুছে নিতে হবে। তার পর ভিজে চুলে এই উপকরণগুলি ব্যবহার করতে হবে। মাথায় দেওয়ার পর মিনিট ৫-১০ মালিশ করে আরও ১০ মিনিট রেখে ঠান্ডা বা ঈষদুষ্ণ জল দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।