পার্টি, বিয়েবাড়িতে কী ভাবে হয়ে উঠবেন নজরকাড়া? ছবি: সংগৃহীত।
ময়েশ্চারাইজ়ার, প্রাইমার, ফাউন্ডশেন সবই মাখছেন। তাতেও যেন ত্বকে জৌলুস আসছে না। পার্টি হোক বা বিয়েবাড়ি, পরিচিতেরাই বলছেন, মুখটা কেমন শুকনো দেখাচ্ছে।
শীত মানেই বিয়েবাড়ির মরসুম, পার্টি, পিকনিক, ঘরোয়া আড্ডা-খাওয়া। সেখানে সকলেই চান সাজগোজের প্রশংসা পেতে। কিন্তু এই মরসুমে সমস্যা হয়ে দাঁড়ায় শুষ্ক আবহাওয়া। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বকে টান ধরে। জৌলুস হারায়। বিশেষত শুষ্ক ত্বক যাঁদের, তাঁদের ক্ষেত্রে সমস্যা বেড়ে যায় অনেকটাই। পার্টির আগে কী ভাবে যত্ন নেবেন ত্বকের? কী ভাবে হয়ে উঠবেন নজরকাড়া?
ফেসিয়াল রোলার: ক্লিনজ়িং, টোনিং, ময়েশ্চারাইজ়িং জরুরি। তবে এমন মরসুমে বিশেষ কাজে আসতে পারে ফেসিয়াল অয়েল। উপকার আরও বেশি পেতে ব্যবহার করতে পারেন ফেসিয়াল জেড রোলার। রোলারে উপর ও নীচে দু’টি ভিন্ন আকারের পাথর এমন ভাবে লাগানো থাকে, যা মুখমণ্ডলে হালকা বোলালেই পাথরটি ঘুরবে, মাসাজ বা মালিশের কাজ করবে। প্রয়োজন অনুযায়ী, যে কোনও এক দিকের পাথর দিয়ে মুখের বিভিন্ন অংশে মালিশ করা হয়। ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধিতে, বলিরেখা কমাতে এই ধরনের রোলার দিয়ে মালিশ বিশেষ কার্যকর। ফেসিয়াল অয়েল বা সিরাম ব্যবহার করে মুখের নীচ থেকে উপরের দিকে রোলার দিয়ে আলতো টান দিতে হবে। প্রতি দিন ৫ মিনিট রোলার ব্যবহার করলেই, ধীরে ধীরে ত্বকের ঔজ্জ্বল্য ফিরবে।
সিরাম স্যান্ডউইচ: শুধু শুষ্ক ত্বকের সমস্যা সমাধানে নয়, দাগছোপ মেটাতে, বলিরেখা দূর করতেও তা কার্যকর। কিন্তু সিরাম স্যান্ডউইচ কী? মুখ পরিষ্কার করে নেওয়ার পর ময়েশ্চারাইজ়ার মাখতে হবে। তার পর ব্যবহার করতে হবে সিরাম। কিছু ক্ষণ সময় দিতে হবে যাতে সিরাম ত্বক শোষণ করতে পারে। তার পর আবার মাখতে হবে ময়েশ্চারাইজ়ার। এই পদ্ধতি ত্বক আর্দ্র রাখতে সাহায্য করবে।
লিপ অয়েল: শীতের পার্টিতে যাওয়ার আগে ব্যবহার করতে পারেন লিপ অয়েল। ঠোঁটকে আর্দ্র রাখতে ব্যবহৃত বিশেষ ধরনের তেল। এতে ব্যবহার করা হয় প্রাকৃতিক তেল। লিপ অয়েল শুধু ঠোঁটকে সুন্দর বা আকর্ষণীয় করে না, এতে থাকা প্রাকৃতিক এবং এসেনশিয়াল অয়েল ঠোঁটের যত্ন নিতেও সাহায্য করে। শীতের দিনে ঠোঁট ফাটার সমস্যা আটকাতে, ঠোঁট চকচকে দেখাতে লিপস্টিকের উপরেও লিপ অয়েল মাখতে পারেন।
আইশ্যাডো: মেকআপে নজর কাড়তে হলে চোখ সাজিয়ে তুলতেই হবে। সঙ্গে রাখুন ভাল একটি আইশ্যাডো প্যালেট। স্মোকি আই না করে পোশাকের সঙ্গে রং মিলিয়েও চোখের পাতা সাজিয়ে তুলতে পারেন। চকচকে ভাব আনতে, শিমারি লুক আনতে ব্যবহার করা যায় অভ্র বা শিমার। চোখের কারসাজিতেই পার্টির মধ্যমণি হয়ে উঠতে পারেন আপনি।