৪ ডিসেম্বর ‘আমিনিয়া’-র একটি শাখা খুলল কোলাঘাটে। —নিজস্ব চিত্র
সড়কপথে দিঘা গিয়েছেন কিন্তু কোলাঘাটে নেমে খাওয়াদাওয়া করেননি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কোলাঘাটে সড়কের উপরেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে একাধিক ধাবা ও রেস্তরাঁ। শুধু পর্যটকরাই নন, নিত্যদিন যাতায়াত করা বহু মানুষ নিয়মিত খাওয়াদাওয়া করেন এই সব খাবারের দোকানে। এ বার সেই কোলাঘাটেই মিলতে পারে কলকাতার একটি রেস্তরাঁর মোগলাই খাবারের স্বাদ। ৪ ডিসেম্বর ‘আমিনিয়া’-র একটি শাখা খুলল কোলাঘাটে। ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর রেস্তরাঁর উদ্বোধনে হাজির ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
শীতাতপ নিয়ন্ত্রিত দ্বিতল রেস্তরাঁয় থাকছে মোগলাই ও উত্তর ভারতীয় হরেক রকম খাবারের সম্ভার। থাকছে রেস্তরাঁর বিশেষ মটন কারি, মটন রেজালা, চিকেন চাপ ও ফিরনি। কবাবের মধ্যে থাকছে চিকেন চিজ কবাব, মটন গলৌটি কবাব, মটন বোটি কবাবের মতো একাধিক পদ। আর এ সব কিছু ছাড়াও চিকেন ও মটন বিরিয়ানি তো থাকছেই। রেস্তরাঁ খোলার সময় দুপুর ১২টা। উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য অতিথি ফিরহাদ হাকিমও লুকিয়ে রাখেননি নিজের বিরিয়ানিপ্রীতির কথা। কলকাতার বহু মানুষই বিরিয়ানি খেতে খুব পছন্দ করেন। কোলাঘাটে এই রেস্তরাঁর নতুন বিপণি খোলায় এ বার ঘুরতে বেরিয়েও সেই স্বাদ পেয়ে যাবেন খাদ্যরসিক পর্যটকরা, আশা তাঁর। নতুন বিপণি খুলতে পেরে খুশি আমিনিয়ার চেয়ারম্যান ও অধিকর্তা মহম্মদ আজহারও।