Sara Ali Khan

Sara Ali Khan Style: মেরে পাস মা হ্যায়! সিনেমার সংলাপ এ বার সারার শাড়িতে

বরাবরই তাঁর সাজ নিয়ে চর্চা হয়। এ বার একদম অন্য রকম শাড়ি পরে চমকে দিলেন সারা আলি খান।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৫
একটি বিশেষ অনুষ্ঠানে রঙিন শাড়ি পরে দেখা গেল সারা আলি খানকে।

একটি বিশেষ অনুষ্ঠানে রঙিন শাড়ি পরে দেখা গেল সারা আলি খানকে।

জিম থেকে ফেরার সময়ে শর্টস আর টি-শার্ট। কিংবা সন্ধের সাজে চিকনকারি সালোয়ার-কুর্তা। তিনি যা-ই পরেন, তা নিয়েই চর্চা চলে বলি-পাড়ায়। সম্প্রতি ফের এক বার চমকে দিলেন সারা আলি খান। একটি বিশেষ অনুষ্ঠানে রঙিন শাড়ি পরে দেখা গেল তাঁকে।

বিমানবন্দর হোক কিংবা সিনেমা দেখতে যাওয়া, অনায়াসে শাড়ি বা কুর্তি পরে চলে যান সারা। তাঁর ভারতীয় সাজের ভক্ত অনেকেই। রং বাছাই নিয়েও সচেতন সারা। হাল্কা প্যাস্টেল রঙের নানা রকম কুর্তি রয়েছে তাঁর আলমারিতে।

Advertisement
সারাকে এই অনুষ্ঠানের জুন্য সাজিয়ে দিয়েছিলেন এমি পটেল।

সারাকে এই অনুষ্ঠানের জুন্য সাজিয়ে দিয়েছিলেন এমি পটেল।

এ বার তাঁকে দেখা গেল গোলাপি-হলুদ-কমলার মতো নানা রকম রঙের একটি শাড়িতে। এই শাড়ির বিশেষত্ব তাতে ছাপা কিছু অক্ষর। ‘দিওয়ার’ ছবির বিখ্যাত সংলাপ ‘মেরে পাস মা হ্যায়’ লেখা রয়েছে শাড়িতে। সঙ্গে রং মেলানো অনেকগুলি চুড়ি এবং কানে ঝোলা দুল। তাঁকে এই অনুষ্ঠানের জুন্য সাজিয়ে দিয়েছিলেন এমি পটেল।

সারার মেকআপও ছিল ছিমছাম। সামান্য আইশ্যাডো এবং ঠোঁটেও হাল্কা রঙের লিপস্টিকের সঙ্গে কপালে ছোট্ট নীল রঙের টিপ ছাড়া সে ভাবে অন্য কোনও প্রসাধনী ব্যবহার করেননি সারা।

Advertisement
আরও পড়ুন