প্রহ্লাদ জোশী। —ফাইল চিত্র।
আমজনতার স্বার্থেই রাজনৈতিক স্বার্থকে পিছনে ফেলে রাজ্যের উচিত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নেওয়া, শুক্রবার কলকাতায় এই বার্তা অপ্রচলিত শক্তি বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিঁধে তাঁর দাবি, ‘‘অপ্রচলিত বিদ্যুতের ব্যবহার বাড়াতে পিএম সূর্যঘর প্রকল্প এনেছে কেন্দ্র। লক্ষ্য, ২০২৭-এর মার্চের মধ্যে এক কোটি বাড়িতে সৌর প্যানেল বসানো। কিন্তু রাজনৈতিক কারণে বাংলায় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না। বঞ্চিত হচ্ছেন মানুষ।’’ উল্লেখ্য, সূর্যঘর প্রকল্পে মোট খরচের ৪০% দেয় কেন্দ্র।
মন্ত্রী আরও বলেন, ‘‘রাজ্য সরকারকে ‘নেট মিটারিং’ নিয়ে সমস্যা সমাধানের পথ জানতে হবে। তারা সেটা না জানায় এই প্রকল্পও সে ভাবে চালু হতে পারছে না।’’ বাড়িতে সোলার প্যানেল বসালে উৎপাদিত বিদ্যুতের কতটা গ্রাহক ব্যবহার করছেন আর কতটা গ্রিডে যাচ্ছে, তার হিসাব ‘নেট মিটারিং’। এই পরিমাণের নিরিখে গ্রাহকের বিল ধার্য হবে।
এ দিন জোশীর দাবি, দেশের ৭.০৬ লক্ষ বাড়িতে সোলার প্যানেল বসেছে। তার মধ্যে মাত্র ২২৮টি বাংলার। তবে দেশ জুড়ে আবেদন জমা পড়েছে ১৮ লক্ষের বেশি। তার পরেই রাজ্যের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘নেট মিটারিং নিয়ে বাংলা সমস্যা না মেটালে কেন্দ্র ভর্তুকি দেবে কী করে? গুজরাত বা উত্তরপ্রদেশ শুধু নয়, কংগ্রেস শাসিত কর্নাটকেও এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন বহু মানুষ।’’ এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন জোশী।