AC

AC Star Rating: আপনার এসিতে ক’টা তারা রয়েছে? বদলে যাচ্ছে রেটিংয়ের পদ্ধতি, বাড়তে পারে দামও

শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের গায়ে তারার মাধ্যমে রেটিং দেওয়া থাকে। বদলে যাচ্ছে তারই হিসেব। আর তাতেই বাড়তে পারে দাম।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১৭:৪০
দাম বাড়বে এসির

দাম বাড়বে এসির ছবি: সংগৃহীত

গরম কালে এখন অনেকেই বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র বসাচ্ছেন। কিন্তু সরকারের নবতম সিদ্ধান্তে অনেকটাই বাড়তে পারে এসি কেনার খরচ। এসির গায়ে তারার মাধ্যমে রেটিং দেওয়া থাকে। বদলে যাচ্ছে তার হিসেব।

Advertisement

জাতীয় এনার্জি এফিশিয়েন্সি ব্যুরোর তরফে কোন বৈদ্যুতিন সামগ্রী কতটা বিদ্যুৎ সাশ্রয় করে তার উপর ভিত্তি করে এই স্টার রেটিং দেওয়া হয়। যে যন্ত্র যত বেশি বিদ্যুৎ সাশ্রয়ী তার তারার সংখ্যা তত বেশি। বর্তমানে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রগুলিকে পাঁচটি তারা দ্বারা চিহ্নিত করা হয়।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি ছবি: সংগৃহীত

আগামী ১ জুলাই থেকে বদলে যাচ্ছে রেটিং পরিমাপের নিয়ম। নয়া নিয়ম অনুসারে, বর্তমানে যে এসির রেটিং যত, ১ জুলাইয়ে পর তার মান এক ধাপ নেমে যাবে। অর্থাৎ এখন যেটি পাঁচ তারার এসি, সেটি গণ্য হবে চার তারার এসি হিসেবে। আর এর ফলেই নতুন পাঁচ তারার এসি কিনতে খরচ বাড়বে অনেকটাই। বিশেষজ্ঞদের ধারণা, প্রতি বিভাগে এসির দাম বাড়তে পারে প্রায় ১০ শতাংশ হারে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আরও পড়ুন
Advertisement