Brizzare News

পঞ্চম বার বিয়ের পিঁড়িতে ৭ সন্তানের বাবা! ছাদনাতলায় কেচ্ছা ফাঁস হতেই গ্রেফতার ৫৫-র প্রৌঢ়

গত বুধবার রাতে পঞ্চম বিয়ের জন্য আসরে উপস্থিত হয়েছিলেন শফি আহমেদ। ঠিক তখনই ৭ সন্তান বিয়ের মণ্ডপে হাজির হয়।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ ২১:৫৮
ছাদনাতলায় কেচ্ছা ফাঁস!

ছাদনাতলায় কেচ্ছা ফাঁস!

যেখানে এক বার বিয়ে করেই সামলাতে না পেরে রীতিমতো হিমশিম খেয়ে যান অনেকে, সেখানে পঞ্চম বার বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন এক প্রৌঢ়। শুনতে অবাক লাগছে? ভাবছেন এও সম্ভব?

প্রৌঢ়ের একাধিক বিয়ের কীর্তি সামনে আসতেই চোখ কপালে ওঠে সকলের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। বছর ৫৫-র শফি আহমেদের চার স্ত্রী ও সাত সন্তান রয়েছেন। তাতেও শখ মেটেনি তাঁর। পঞ্চম বার বিয়ের পিঁড়িতে বসতে যান প্রৌঢ়। আর সেখানেই ঘটে বিপত্তি। বাবার বিয়ে আটকাতে সরাসরি ছাদনাতলাতেই হাজির তাঁর ৭ সন্তান।

Advertisement

গত বুধবার রাতে পঞ্চম বিয়ের জন্য বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন শফি আহমেদ। ঠিক তখনই তাঁর ৭ জন সন্তান বিয়ের মণ্ডপে হাজির হয়ে তাঁকে পুনরায় বিয়ে করতে বাধা দেয়। পাত্রীপক্ষের সামনে বিষয়টি খোলসা করে সন্তানরা। শুরু হয়ে যায় তুমুল বাকবিতণ্ডা।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শফি নামে পুলিশের কাছে অভিযোগও জানায় তাঁর সন্তানেরা। পুলিশ ঘটনাস্থলে এসে শফিকে গ্রেফতার করে। সন্তানরা সংবাদমাধ্যমকে জানায়, বাবার পাঁচ নম্বর বিয়ের কথা জানতে পেরেই তারা পুলিশের কাছে অভিযোগ জানায়। বাবা তাদের হাত খরচ বন্ধ করে দেয়, সেই রাগ থেকেই তারা এমন কাজ করেছে বলে জানায় সংবাদমাদ্যমকে।

Advertisement
আরও পড়ুন