Tamil Nadu Incident

স্টেশনে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে আতঙ্ক, খুলতেই বৃদ্ধার দেহ! খুনের সঙ্গে জড়িতে সন্দেহে আটক দুই

সোমবার গভীর রাতে এক ব্যক্তি তাঁর কন্যাকে নিয়ে রেলস্টেশনে আসেন। তাঁদের সঙ্গে ছিল বড় স্যুটকেস। স্টেশনের অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় স্যুটকেসটি রেখে স্টেশন ত্যাগ করেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৯:৫৬
Woman\\\'s body found in abandoned suitcase at Tamil Nadu railway station

স্টেশনে পরিত্যক্ত স্যুটকেস থেকে উদ্ধার বৃদ্ধার দেহ। ছবি: সংগৃহীত।

চেন্নাইয়ের উপকণ্ঠে মিনজুর রেলস্টেশন পরিত্যক্ত এক স্যুটকেস থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় যাত্রীদের মধ্যে। পুলিশ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার গভীর রাতে এক ব্যক্তি তাঁর কন্যাকে নিয়ে মিনজুর রেলস্টেশনে এসেছিলেন। তাঁদের সঙ্গে ছিল বড় স্যুটকেস। ওজনেও ভারী। স্টেশনের অপেক্ষাকৃত এক ফাঁকা জায়গায় স্যুটকেসটি রেখে স্টেশন ত্যাগ করেন। তাতেই সন্দেহ হয় স্টেশনের অন্য যাত্রীদের।

যাত্রীরা রেলপুলিশ এবং কর্তৃপক্ষকে খবর দেন। তাঁরা এসে স্টেশন থেকে ওই স্যুটকেসটি উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদ করে পুলিশ স্যুটকেস মালিকের খোঁজ পায়। জানা যায়, বালসুব্রহ্মণ্যম নামে এক ব্যক্তি স্যুটকেস রেখে গিয়েছেন। তাঁকে পাকড়াও করে স্টেশনে নিয়ে আসে পুলিশ। তার পর স্যুটকেস খোলার কথা বলে। কিন্তু তিনি অস্বীকার করেন। তার পরই পুলিশ তাঁর সামনেই স্যুটকেস খুলে দেখতে পায় প্লাস্টিকে মোড়া এক বৃদ্ধার দেহ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন!

রেলপুলিশ কোরুক্কপেট থানার সঙ্গে যোগাযোগ করে। তারাই বালসুব্রহ্মণ্যম এবং তাঁর কন্যাকে আটক করে থানায় নিয়ে যায়। তদন্তকারীদের অনুমান, ওই বৃদ্ধাকে খুন করে স্যুটকেসে ভরে দেহ পাচারের ছক কষেছিলেন বালসুব্রহ্মণ্যম। এখনও পর্যন্ত মৃতার পরিচয় জানা যায়নি। খুনের মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন
Advertisement