(বাঁ দিকে) অভিযুক্ত যুবক জগজিৎ সিংহ। (ডান দিকে) গোয়ালিয়রের এই সরকারি হাসপাতালের চিকিৎসকদের খুনের হুমকি দিয়েছেন অভিযুক্ত। ছবি: সংগৃহীত।
সরকারি হাসপাতালের তিন চিকিৎসককে হত্যা করার প্রকাশ্যে হুমকি দিলেন এক যুবক। হুমকিবার্তা দেওয়া হয়েছে মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ)-সহ হাসপাতালের তিন চিকিৎসককে। অভিযুক্তের নাম জগজিৎ সিংহ। ঘটনাটি মধ্যপ্রদেশের গোয়ালিয়রের।
পুলিশ সূত্রে খবর, সমাজমাধ্যমে লাইভ করে সেই হুমকি দেন যুবক। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ওই যুবক বলেন, ‘‘পিস্তল কিনে রেখেছি। তিন জনকে খুন করব। আমার মায়ের গায়ে যদি কোনও রকম আঁচড় লাগে, তা হলে পুরো হাসপাতাল জ্বালিয়ে দেব।’’
ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরই সিএমওএইচ এবং দুই চিকিৎসক প্রশান্ত নায়েক, বিন্দু সিঙ্ঘল পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। গোয়ালিয়রের পুলিশ সুপার ধর্মবীর সিংহ জানিয়েছেন, ভিডিয়োটি পরীক্ষা করে দেখা হচ্ছে। অভিযুক্তকে তলব করা হয়েছে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত যুবকের মাকে গত ৩১ অক্টোবর হাজিরার সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ঠিক মতো চিকিৎসা করানো হচ্ছে না বলে যুবক অভিযোগ তোলেন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। হাসপাতাল কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ, যুবক হাসপাতালে ঢুকে ঝামেলা করেন। চিকিৎসক এবং হাসপাতালের কর্মীদের উত্ত্যক্ত করছিলেন। এর পরই যুবক কর্তব্যরত দুই চিকিৎসক এবং সিএমওএইচকে খুনের হুমকি দেন।