Purba Bardhaman incident

আউশগ্রামের পর ভাতার, একের পর এক মন্দিরে গেটের তালা ভেঙে চুরি, আতঙ্কিত গ্রামবাসীরা

পুলিশের সন্দেহ দুই মন্দিরে চুরির ঘটনার নেপথ্যে রয়েছে ‘বানজারা’ দল। পুলিশ সূত্রে খবর, চুরির আগে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ওই দলের সদস্যেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ২১:২১
One after another, the gate was broken and stolen in temple at Bhatar

ভাতারেরএওড়া গ্রামের নারায়ণ মন্দিরে চুরির অভিযোগ। —নিজস্ব চিত্র।

রাতের অন্ধকারে একের পর এক মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমানের ভাতারে। অভিযোগ, লক্ষাধিক টাকার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা।

Advertisement

কালীপুজোর রাতে আউশগ্রামের দেয়াশা গ্রামের দাসপাড়ায় একটি কালী মন্দিরের পর পর দুটি গেটের তালা ভেঙে লক্ষাধিক টাকার দেবীর অলঙ্কার চুরি যায়। ওই ঘটনার পরের দিনই আউশগ্রামের ব্রজপুর গ্রামের অন্য একটি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। অনুরূপ ঘটনা ঘটল ভাতারে। জানা গিয়েছে, রবিবার রাতে ভাতারের আমারুন বাজারে শিব মন্দিরে এবং এওড়া গ্রামের নারায়ণ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

পুলিশের সন্দেহ দুই মন্দিরের চুরির ঘটনার নেপথ্যে রয়েছে ‘বানজারা’ দল। পুলিশ সূত্রে খবর, চুরির আগে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ওই দলের সদস্যেরা। পর পর চুরির ঘটনায় চিন্তায় পড়েছেন এলাকাবাসী।

পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অর্ক বন্দোপাধ্যায় বলেন, ‘‘ভাতারের আমারুন বাজারে চুরির ঘটনার অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত শুরু করেছি। বিভিন্ন সূত্র মারফত খবরাখবর নেওয়া হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

উল্লেখ্য, দুর্গাপুজোয় নবমীর রাতে কেতুগ্রামের পাচুন্দি গ্রামে চট্টোপাধ্যায় পরিবারের দুর্গামন্দিরের তালা ভেঙে দেবীর যাবতীয় সোনা ও রুপোর অলঙ্কার চুরি হয়ে যায়। তার পর কালীপুজোর সময় আউশগ্রামের দুই মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ বার ভাতারের মন্দিরে ঘটল একই ঘটনা। পুলিশের সন্দেহ একই গ্যাংয়ের কাজ।

Advertisement
আরও পড়ুন