Cyber Crime

সুন্দরী প্রতিযোগিতায় সুযোগ পাইয়ে দেওয়ার টোপ, প্রতারকদের খপ্পরে পড়ে ১০ লক্ষ টাকা খোয়ালেন তরুণী!

পুলিশ সূত্রে খবর, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছেন তরুণী। মিশরে অন্তর্মহাদেশীয় সুন্দরী প্রতিযোগিতায় তাঁকে সুযোগ পাইয়ে দেওয়া হবে বলে দুই ব্যক্তি জানান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৮:৩৬
প্রতারকদের খপ্পরে তরুণী। প্রতীকী ছবি।

প্রতারকদের খপ্পরে তরুণী। প্রতীকী ছবি।

সুন্দরী প্রতিযোগিতায় সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইঞ্জিনিয়ার তরুণীর কাছ থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল পুণেয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছেন তরুণী। মিশরে অন্তর্মহাদেশীয় সুন্দরী প্রতিযোগিতায় তাঁকে সুযোগ পাইয়ে দেওয়া হবে বলে দুই ব্যক্তি জানান। অনলাইনে সমস্ত তথ্য দিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য টাকা দিতে হবে। তরুণীকে জানিয়ে দেওয়া হয়, ১০ লক্ষ টাকা লাগবে।

সুন্দরী প্রতিযোগিতায় সুযোগ হাতছাড়া করতে চাননি তরুণী। কিন্তু তিনি যে সাইবার অপরাধীদের খপ্পরে পড়েছেন, তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি। কন্যা যাতে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন, তার জন্য টাকা জোগাড় করার কাজে লেগে পড়েন তরুণীর বাবা-মা। ১০ লক্ষ টাকা ঋণ নেন। তার পর সেই টাকা ওই দুই ব্যক্তির দেওয়া একটি অ্যাকাউন্টে জমা করেন। অভিযোগ, টাকা জমা করার পর থেকেই আর ফোনে পাওয়া যাচ্ছিল না তাঁদের শেষমেশ পুলিশের দ্বারস্থ হন তরুণী এবং তাঁর পরিবার।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তরুণী স্থানীয় সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন বরাবর। বিদেশে সুন্দরী প্রতিযোগিতার সুযোগ আসে। অনলাইনে দুই ব্যক্তির সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ হয় তরুণীর। তাঁদের কথা বিশ্বাস করে ফেলেন। প্রথমে তাঁকে জয়পুরে সুন্দরী প্রতিযোগিতার একটি অনুষ্ঠানে আসতে বলা হয়। সেখানে তরুণী পৌঁছলে তাঁকে জানানো হয় যে, সরাসরি নির্বাচিত হয়েছেন তিনি। পরবর্তী গন্তব্য মিশর। এটাও জানানো হয়। তার পরই বিমানের ভাড়া এবং প্রতিযোগিতার ফি বাবদ ১০ লক্ষ টাকা চাওয়া হয়। সেই টাকা হাতে পেতেই বেপাত্তা হয়ে যান দুই প্রতারক। দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন