Delhi Crime

প্রেমিকার গায়ে তারপিন তেল ঢেলে আগুন ধরালেন লিভ-ইন সঙ্গী! হাসপাতালে মৃত্যু তরুণীর

পুলিশ জানিয়েছে, মৃত তরুণী স্বামীকে ছেড়ে এসে গত ৬ বছর ধরে অভিযুক্তের সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকছিলেন। তাঁদের এক সন্তানও রয়েছে। বচসার জেরে প্রেমিকার গায়ে আগুন ধরিয়ে দেন অভিযুক্ত।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৫১
Woman allegedly set on fire by live in partner in Delhi.

লিভ-ইন সঙ্গীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। প্রতীকী ছবি।

লিভ-ইন সঙ্গীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। হাসপাতালে মৃত্যু হল তরুণীর। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

ঘটনাটি দিল্লির আমন বিহার এলাকার। অভিযুক্তের নাম মোহিত। পুলিশ জানিয়েছে, মৃত তরুণী স্বামীকে ছেড়ে এসে গত ৬ বছর ধরে তাঁর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকছিলেন। তাঁদের এক সন্তানও রয়েছে। সম্প্রতি মাদক সেবন নিয়ে মোহিতের সঙ্গে প্রেমিকার বচসা হয়। তার জেরে প্রেমিকার গায়ে আগুন ধরিয়ে দেন তিনি।

Advertisement

তরুণীর পরিবারের সদস্যদের বয়ানের ভিত্তিতে মোহিতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগপত্রে পরিবার জানিয়েছে, গত ১০ ফেব্রুয়ারি রাতে তরুণী জানতে পারেন, মোহিত বন্ধুদের বাড়িতে মাদক সেবন করছেন। তিনি এর বিরোধিতা করেন। মোহিত ক্রুদ্ধ হন। দু’জনের মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ, এর পরেই তরুণীর গায়ে তারপিন তেল ঢেলে দেন মোহিত। তার পর আগুন ধরিয়ে দেন।

গুরুতর আহত অবস্থায় তরুণীকে দিল্লির এসজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে পাঠানো হয় এইমসের ট্রমা কেয়ার সেন্টারে। কিন্তু শেষ রক্ষা হয়নি। পোড়া ক্ষত নিয়ে টানা ১০ দিন লড়াই করার পর সোমবার মৃত্যু হয় তাঁর।

পুলিশ জানিয়েছে, তরুণীর বয়স ২৮ বছর। তিনি একটি জুতোর কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন। তাঁর বয়ান রেকর্ড করার জন্য হাসপাতালে গিয়েছিল পুলিশ। কিন্তু তরুণী কিছু বলার মতো অবস্থাতেই ছিলেন না।

Advertisement
আরও পড়ুন