হোয়াট্সঅ্যাপে স্বামীর কুকীর্তি দেখে ধরিয়ে দিলেন স্ত্রী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। এমনকি যৌন নিগ্রহেরও অভিযোগ। স্বামীর এসব কুকীর্তি হোয়াট্সঅ্যাপ খুলে জেনে ফেলেছিলেন স্ত্রী। তার পর বিলম্ব না-করে নির্যাতিতাদের সঙ্গে যোগাযোগ করেন। এক নির্যাতিতা অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। তার পর অভিযুক্ত যুবককে পাকড়াও করেছে পুলিশ। মহারাষ্ট্রের নাগপুরের এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করার নেপথ্যে তাঁর স্ত্রীর সক্রিয়তার কথা মানছে পুলিশও।
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত যুবকের ছোট একটি পানের দোকান রয়েছে। বিবাহিত এবং এক সন্তানের পিতা এই যুবক নাম-পরিচয় ভাঁড়িয়ে বিভিন্ন মহিলার সঙ্গে সম্পর্ক পাতাতেন বলে অভিযোগ। শুধু তা-ই নয়, তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ যে, আপত্তিকর ছবি কিংবা ভিডিয়ো দেখিয়ে ওই মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন তিনি।
স্বামীর ফোনের হোয়াট্সঅ্যাপ খুলে এই সমস্ত কুকীর্তি দেখে ফেলার পরেই কয়েক জন নির্যাতিতার সঙ্গে যোগাযোগ করেন স্ত্রী। তাঁদের আইনি সহায়তা করার আশ্বাস দেন। অভিযুক্তের স্ত্রী সাহস জোগানোয় থানায় যান ১৯ বছরের এক নির্যাতিতা। অভিযুক্তের বিরুদ্ধে তিনি ধর্ষণের অভিযোগ তোলেন। এমনকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগও তোলা হয়। অভিযুক্তের স্ত্রীও যৌন অত্যাচারের অভিযোগ পেয়েছেন।
অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্রের পাচপাওলি থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। সোমবার তাঁকে আদালতে হাজির করানো হলে পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার আর্জি জানায়। আদালত আবেদন মঞ্জুর করেছে।