bizarre food

থাম্বস আপের বোতলে ডিম মেশালে কী হয়? পরীক্ষা করলেন এক রাঁধুনি

শেষে সব কিছু মিক্সিতে ঘুরিয়ে তৈরি হচ্ছে একটি আঠালো মিশ্রণ। গরম জলে ভাপিয়ে সেই মিশ্রণ থেকে তৈরি হচ্ছে একটি পুরদস্তুর নরম সরম কেক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৪ ২৩:৩৬

—ফাইল চিত্র।

পরীক্ষামূলক ভাবে থাম্বস আপের একটি ছোট্ট বোতলে মিশিয়ে দেওয়া হয়েছিল দুটি ডিমের মিশ্রণ! সেই পরীক্ষার ফলাফল শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছলো, তার এক খানি ভিডিয়ো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে থাম্বস আপে শুধু ডিম নয়, একে একে মেশানো হচ্ছে ক্যাডবেরির চকোলেট, ময়দাও। শেষে সব কিছু মিক্সিতে ঘুরিয়ে তৈরি হচ্ছে একটি আঠালো মিশ্রণ। গরম জলে ভাপিয়ে সেই মিশ্রণ থেকে তৈরি হচ্ছে একটি পুরদস্তুর নরম সরম কেক।

ভিডিয়োর ওই কেক দেখতে যতই ভাল লাগুক, নেটাগরিকদের একাংশ রায় দিয়েছেন, এই কেক খাওয়া স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়।

আরও পড়ুন
Advertisement