মানালির বরফ ঢাকা রাস্তায় আটকে রয়েছে শয়ে শয়ে গাড়ি। ছবি: পিটিআই।
নতুন করে তুষারপাত হিমাচলের মানালিতে। তার জেরে সোলাং এবং রোটাংয়ের অটল টানেলের মাঝামাঝি আটকে পড়ল হাজারখানেক গাড়ি। ঘণ্টার পর ঘণ্টা গাড়ির ভিতর আটকে রইলেন পর্যটকেরা। অবশেষে উদ্ধারে নামে পুলিশ। আটকে পড়া গাড়িগুলি থেকে প্রায় ৭০০ জন পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখনও রাস্তায় আটকে রয়েছে অন্তত ১০০টি গাড়ি।
সোমবার নতুন করে তুষারপাত হয়েছে মানালিতে। তার জেরেই রাস্তায় তীব্র যানজট, যার ফল ভুগতে হয়েছে পর্যটকদের। বড়দিন, বর্ষণবরণ উদ্ যাপন করতে লাখ লাখ মানুষ হাজির হয়েছেন হিমাচল প্রদেশের মানালিতে। তুষারপাতের কারণে বিপাকে পড়েছেন তাঁরা। যদিও পুলিশের সঙ্গে হাত মিলিয়ে উদ্ধারে নেমেছে প্রশাসন। গাড়িতে আটকে থেকে বেশ কিছু পর্যটক অসুস্থ হয়ে পড়েছেন। বহু পর্যটককে গাড়ি থেকে বার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
তুষারপাত হয়েছে শিমলায়ও। ৮ সেন্টিমিটার তুষারপাত হয়েছে সেখানে। কল্পায় ৭ সেন্টিমিটার বরফ পড়েছে। বরফ দেখে উচ্ছ্বসিত পর্যটকেরা। হিমাচলে ৮ ডিসেম্বর প্রথম তুষারপাত হয়েছে। তার দু’সপ্তাহ পরে আবার সোমবার তুষারপাত হল শিমলা এবং মানালিতে। পর্যটকদের পাশাপাশি খুশি হোটেল এবং পর্যটন ব্যবসায়ীরা। অনেক পর্যটক ফেরা বাতিল করে থেকে গিয়েছেন হিমাচলে। এই সময়ে শিমলা, মানালিতে ভিড় করেছেন বহু বিদেশি পর্যটকও। তার মাঝেই বরফ ঢাকা রাস্তায় গাড়ি আটকে কিছুটা বিপাকে পর্যটকেরা।