Mark Zuckerberg

‘জ়াকারবার্গ তো জানেনই না’! মেটা কর্তার কোন ‘ভুল সংশোধন’ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী?

সামগ্রিক ভাবে নানা দেশে সরকার প্রধানের উপর আস্থাহীনতার প্রভাব ২০২৪ সালের বিভিন্ন নির্বাচনে দেখা গিয়েছে বলে জানিয়েছিলেন জ়াকারবার্গ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২০:২০
বাঁ দিকে, মার্ক জ়াকারবার্গ , ডান দিকে অশ্বিনী বৈষ্ণব।

বাঁ দিকে, মার্ক জ়াকারবার্গ , ডান দিকে অশ্বিনী বৈষ্ণব। —ফাইল চিত্র।

মার্ক জ়াকারবার্গ সম্প্রতি একটি পডকাস্টে জানিয়েছিলেন, কোভিড-পরবর্তী বিশ্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দল হেরে গিয়েছে। তার মধ্যে ভারতের নাম আলাদা ভাবে উল্লেখ করেছিলেন তিনি। নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্য অশ্বিনী বৈষ্ণব সোমবার মেটা কর্তার সেই ‘ভুল সংশোধন’ করলেন।

Advertisement

পডকাস্টার জো রোগানের সঙ্গে আলাপচারিতায় জ়াকারবার্গ বলেছিলেন, ‘‘২০২৪ সালে গোটা বিশ্বে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচনের বছর ছিল। ভারতের মতো বিভিন্ন দেশে ভোট হয়েছিল। মোটের উপর প্রতিটিতেই ক্ষমতাসীনেরা হেরেছে।’’ আর এমন ফলের নেপথ্যে কোনও না কোনও আন্তর্জাতিক প্রেক্ষাপট রয়েছে দাবি করে তাঁর মন্তব্য, ‘‘সেটা (ক্ষমতাসীনের পরাজয়) মুদ্রাস্ফীতির কারণে হোক বা অর্থনৈতিক নীতির কারণেই হোক বা কোভিড মোকাবিলার কারণে হোক।’’

সামগ্রিক ভাবে সরকার প্রধানের উপর আস্থাহীনতার প্রভাব ২০২৪ সালের বিভিন্ন নির্বাচনে দেখা গিয়েছে বলে জানিয়েছিলেন জ়াকারবার্গ। কিন্তু মেটা কর্তার সেই ‘তত্ত্ব’ উড়িয়ে দিয়ে অশ্বিনী বলেন, ‘‘২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি জয়ী হয়েছে। মোদীজি টানা তৃতীয় বার প্রধানমন্ত্রী হয়ে নজির গড়েছেন। জ়াকারবার্গের মতো ব্যক্তির এমন ভুল তথ্য দেওয়ার ঘটনা হতাশাজনক।’’ প্রসঙ্গত, অতীতে আমেরিকার প্রেসিডেন্ট ভোট প্রভাবিত করার অভিযোগ উঠেছিল জ়াকারবার্গের বিরুদ্ধে। লোকসভা ভোটে তাঁর সংস্থার ‘ভূমিকা’ নিয়েও প্রশ্ন উঠেছিল। সে সময় তিনি বলেছিলেন, ‘‘ভারতের ভোটে নাক গলানোর কোনও আকাঙ্ক্ষা আমার নেই।’’

Advertisement
আরও পড়ুন