CPI Maoist

‘নকশাল মুক্ত ভারত’ চান শাহ! দাবি, কেন্দ্রের পদক্ষেপে অর্ধেকে নেমেছে মাওবাদী উপদ্রুত জেলার সংখ্যা

গত এক বছরে শাহ বার বার দাবি করেছেন, ২০২৬ সালের ৩১ মার্চ ভারতে মাওবাদীদের অন্তিম দিন হতে চলেছে। তার আগেই দেশ থেকে মাওবাদীদের পুরোপুরি নির্মূল করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৫:০৯
Union Home Minister Amit Shah claims, Naxal-hit districts came down from 12 to 6

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত এক দশকে দেশ থেকে মাওবাদীদের নির্মূল করতে ধারাবাহিক তৎপরতা দেখিয়ে চলেছে তাঁর মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার বার দাবি করেছেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নির্মূল করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এ বার তথ্য-পরিসংখ্যান তুলে ধরে শাহ জানালেন কেন্দ্রের কড়া পদক্ষেপে দেশে ‘মাওবাদী উপদ্রুত জেলা’র সংখ্যা ১২ থেকে কমে হয়েছে ছয়।

Advertisement

মঙ্গলবার এক্স পোস্টে ‘নকশাল মুক্ত ভারত’-এর প্রতিশ্রুতি দিয়ে শাহ লিখেছেন, ‘‘নকশালপন্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং সার্বিক উন্নয়নের কর্মসূচি রূপায়ণে নিরলস প্রচেষ্টা একটি শক্তিশালী, সুরক্ষিত এবং সমৃদ্ধ ভারত গড়ে তুলছে। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে নকশালপন্থা নির্মূল করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী ২০২৪ সালে দেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০৭ জন মাওবাদী নিহত হয়েছিলেন। চলতি বছরের প্রথম তিন মাসেই সেই সংখ্যা ছুঁয়ে ফেলা গিয়েছে।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এক প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘‘২০১০ সালে ১০টি রাজ্যের ১২৬টি জেলা বাম উগ্রপন্থার কারণে ‘উপদ্রুত’ হিসেবে চিহ্নিত ছিল। এখন সেই সংখ্যা নেমে এসেছে ৩৮-এ।’’ মাত্র দু’মাসের মধ্যেই কী ভাবে মাওবাদী উপদ্রুত জেলার সংখ্যা ‘১২ ছুঁয়ে ছয়ে নেমে এল’ তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, মাওবাদী প্রভাবিত জেলাগুলিকে দু’টি শ্রেণিতে ভাগ করা হয়— ‘গুরুতর’ এবং ‘উদ্বেগজনক’। শাহ সম্ভবত শুধুমাত্র ‘গুরুতর ভাবে মাওবাদী উপদ্রুত জেলাগুলির কথা বোঝাতে চেয়েছেন।

Advertisement
আরও পড়ুন