— প্রতিনিধিত্বমূলক চিত্র।
রাস্তার ডিভাইডারের সঙ্গে সংঘর্ষের পর আগুন ধরে গেল ট্রাকে। গাড়ির ভিতরেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল চালকের। রবিবার ওড়িশায় ঘটনাটি ঘটেছে। পুলিশ এবং দমকলের দীর্ঘ ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও চালককে বাঁচানো যায়নি।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রবিবার ওড়িশার জলেশ্বরের লক্ষ্মণনাথ এলাকায় ৬০ নং জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি মালবাহী ট্রাক। মুহূর্তে আগুন ধরে যায় ট্রাকে। গাড়ির ভিতরেই আটকে পড়েন চালক। প্রত্যক্ষদর্শীরা ছুটে এলেও চালককে গাড়ি থেকে বার করা যায়নি। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। দুর্ঘটনার জেরে রবিবার ৬০ নং জাতীয় সড়কের উপর বেশ কিছু ক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল। তবে আগুন নিয়ন্ত্রণে আনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলেশ্বর থানার পুলিশ। পৌঁছন দমকল কর্মীরাও। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভানো হয়। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় চালকের দগ্ধ দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর দেহ এতই পুড়ে গিয়েছে যে তাঁকে শনাক্ত করা যায়নি। পুড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে গাড়িতে থাকা নথিপত্রও। ওই চালকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।