Odisha Tribal Woman

জাত তুলে গালাগাল, জোর করে মুখে মল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা! ওড়িশায় ‘নিগৃহীত’ আদিবাসী মহিলা

অভিযোগ, ওই তরুণীর মুখে জোর করে মল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন এক ব্যক্তি। থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৩:৫৭

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ওড়িশায় এক আদিবাসী তরুণীকে নিগ্রহ করার অভিযোগ উঠল। অভিযোগ, ওই তরুণীর মুখে জোর করে মল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন এক ব্যক্তি। থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

ওড়িশার বলাঙ্গির জেলায় ‘নিগ্রহের’ ঘটনাটি ঘটে গত শনিবার। ওই দিন আদিবাসী সম্প্রদায়ের ওই তরুণী গ্রামের পুকুরে স্নান করছিলেন। সেই সময় ওই গ্রামেরই এক ব্যক্তি তাঁকে জাত তুলে অপমান করেন বলে অভিযোগ। তরুণী তার প্রতিবাদ করলে অভিযুক্ত তাঁর বুকের উপর উঠে মল খাইয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। তরুণীর মা প্রতিবাদ করলে তাঁকেও গালাগাল দেওয়া হয়।

এই ঘটনার পরেই থানায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তরুণী। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি উচ্চবর্ণের মানুষ। অভিযোগকারিণীর দাবি, ওই ব্যক্তি সম্প্রতি তাঁর একটি জমির উপর ট্র্যাক্টর চালিয়ে দিয়েছিলেন। এর ফলে ফসলের ক্ষতি হয়। তিনি এই ঘটনার প্রতিবাদ করেছিলেন। সেই রাগেই তাঁর সঙ্গে এই ধরনের কাজ করা হয়েছে বলে দাবি করেছেন ওই তরুণী।

এই ঘটনার পরেই প্রতিবাদ-বিক্ষোভে নামার ডাক দিয়েছে স্থানীয় আদিবাসী সংগঠনগুলি। সংগঠনগুলির তরফে হুঁশিয়ারির সুরে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ করা না হলে তারা পথে নামবে। এই প্রসঙ্গে ওড়িশার কাঁটাবাঁজি মহকুমার পুলিশ আধিকারিক (এসডিপিও) গৌরাঙ্গচরণ সাহু বলেন, “অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতার করার সব রকম চেষ্টা চলছে।”

আরও পড়ুন
Advertisement