Rape and Murder

ঝাড়খণ্ডে আদিবাসী কিশোরীকে ধর্ষণের পর খুন করে গাছে ঝোলানোর অভিযোগ, ঘটনাস্থল সেই দুমকা

ঘটনার খবর পেয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি দুমকা পুলিশকে নির্দেশ দিয়েছেন। মৃত কিশোরীর পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২২ ২১:২৮

প্রতীকী ছবি।

১৪ বছরের এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের পর খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাস্থল ঝাড়খণ্ডের সেই দুমকা। বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় গ্রেফতার অভিযুক্ত আরমান আনসারি।

সূত্রের খবর, কিশোরী তাঁর কাকিমার সঙ্গে দুমকায় থাকত। সেখানেই তার সঙ্গে অভিযুক্ত আরমানের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এর পর কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তখন আরমানকে বিয়ের অনুরোধ করে ওই কিশোরী। কিন্তু আরমান না বলে দেন বলে অভিযোগ। এ নিয়েই দু’জনের মধ্যে বচসা শুরু হয়। রাগের মাথায় আরমান কিশোরীকে ধর্ষণ করে খুন করে। কিশোরীর দেহ একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয় বলেও জানা গিয়েছে।

Advertisement

পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায়। সেই রিপোর্ট এলেই বোঝা যাবে, কিশোরীকে খুন করার পর গাছে ঝোলানো হয়েছিল, না কি ধর্ষণের পর কিশোরী নিজেই আত্মঘাতী হয়েছে। তবে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, খুন করার পরই কিশোরীকে গাছে ঝোলানো হয়।

ঘটনার খবর পেয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি দুমকা পুলিশকে নির্দেশ দিয়েছেন। মৃত কিশোরীর পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।

ঘটনাচক্রে, কয়েক দিন আগেই দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে শাহরুখ নামে এক যুবকের বিরুদ্ধে। শাহরুখ দীর্ঘদিন ধরেই ওই ছাত্রীকে প্রেমপ্রস্তাব দিতেন বলে অভিযোগ। প্রত্যাখ্যাত হয়েই শাহরুখ এই কাণ্ড ঘটায় বলে মনে করা হচ্ছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আদিবাসী কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটল সেই দুমকাতেই।

Advertisement
আরও পড়ুন