News Of The Day

মহারাষ্ট্রের অস্ত্র কারখানায় আহতেরা কেমন আছেন। সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতি। আর কী কী নজরে

মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এক অস্ত্র কারাখানায় বিস্ফোরণে অনেকের মৃত্যু হয়েছে। আহত কর্মীদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, সে দিকে আজ নজর থাকবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ০৬:২৪

—ফাইল চিত্র।

মহারাষ্ট্রের অস্ত্র কারখানায় বিস্ফোরণে মৃত অনেকে, কেমন আছেন আহতেরা

Advertisement

মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এক অস্ত্র কারাখানায় বিস্ফোরণে অনেকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় ওই কারখানায় ১৪ জন কর্মী ছিলেন। বেশ কয়েক জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। কারখানার আহত কর্মীদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল, বিস্ফোরণের কারণ কী, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসন এবং পুলিশ সুপারের অফিস থেকে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। অস্ত্র কারখানায় বিস্ফোরণে আহতেরা কেমন রয়েছে, কী কারণে দুর্ঘটনা ঘটেছে, সে দিকে আজ নজর থাকবে।

সাধারণতন্ত্র দিবসের আগে দেশে নানা প্রান্তের প্রস্তুতি

সাধারণতন্ত্র দিবসে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশ জুড়ে বাড়তি নজরদারি শুরু হয়েছে। কলকাতার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং শুরু হয়েছে। নিয়মিত চেকিং চলছে শহরের বিভিন্ন হোটেলেও। সাধারণতন্ত্র দিবসে শান্তি রক্ষায় শহরে মোতায়েন থাকবেন ২৩০০ পুলিশকর্মী। দিল্লিতেও মোতায়েন থাকবেন প্রায় ১৫ হাজার পুলিশকর্মী এবং ৭০ কোম্পানি আধাসেনা। নজরদারি বৃদ্ধি করা হচ্ছে সীমান্তেও।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

কাঁকড়াঝোড়ে বাঘের পায়ের ছাপ, কী করছে বন দফতর

ঝাড়গ্রামে আবার বাঘের আতঙ্ক দেখা দিয়েছে। শুক্রবার বেলপাহাড়ি থানার কাঁকড়াঝোড় এলাকায় বাঘের পায়ের ছাপ মেলার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। বাঘের পায়ের ছাপ উদ্ধার হওয়ার পরেই বেলপাহাড়ির আমঝরনা, আমলাশোল এবং কাঁকড়াঝোড় এলাকায় মাইক প্রচার শুরু হয় বন দফতরের পক্ষ থেকে। বন দফতরের অনুমান, কয়েক দিন আগে যে বাঘটি এ রাজ্যের ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার জঙ্গল ঘুরে ঝাড়খণ্ডে ফিরে গিয়েছিল, সেই বাঘটিই আবার ফিরে এসেছে। তবে এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ঝাড়গ্রামে আসা বাঘকে ধরতে বন দফতর কী কী পদক্ষেপ করছে, তার গতিবিধির উপর আজ নজর থাকবে।

আরজি কর মামলা: শাস্তি ঘোষণা পরবর্তী তর্ক ও বিতর্ক

আরজি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ কোর্ট। বিচারক জানিয়েছেন, এটা ‘বিরলের মধ্য বিরলতম’ নয়। এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সরকার থেকে আন্দোলনকারী চিকিৎসকেরা। সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তারা তা করতে পারে কি না, শুনানিতে সেই প্রশ্ন করেছে সিবিআই। তার পরে সঞ্জয়ের ফাঁসি চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও মামলা করেছে হাই কোর্টে। উচ্চ আদালতের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ আগামী সোমবার এই মামলাটি শুনবে। আন্দোলনকারী চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের লড়াই থামবে না। অন্য দিকে, সঞ্জয়ের আইনজীবী তাঁর মক্কেলের খালাস চেয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। নিম্ন আদালতের এই রায় নিয়ে তর্ক-বিতর্ক কোথায় পৌঁছয়, তা নজরে থাকবে আজ।

কবে নামবে পারদ? শীত কি জাঁকিয়ে আর পড়বে

মাঘেও কলকাতা-সহ রাজ্যের বেশির ভাগ জেলায় চেনা শীতের দেখা নেই বললেই চলে। তাপমাত্রা বেড়েই চলেছে। শুক্রবারও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে পারদ কিছুটা নামতে পারে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে বলেই শীতের দেখা মিলছে না বঙ্গে। তবে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারে রবিবার থেকে। পরবর্তী দু’দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে।

Advertisement
আরও পড়ুন