Tiktok Ban in America

টিকটক বন্ধ আমেরিকায়, ট্রাম্পের শপথগ্রহণের আগেই ধাক্কা চিনা সংস্থার! তবে আশাবাদী তারা

আমেরিকায় টিকটক ব্যবহারকারীর সংখ্যা নেহাত কম নয়। ১৭ কোটি ব্যবহারকারী রয়েছে সে দেশে। সেই সব ব্যবহারকারীদের উদ্দেশে টিকটক কর্তৃপক্ষ বার্তা পাঠিয়ে নিষেধাজ্ঞার খবর জানান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১২:১৪
TikTok goes offline in US ahead of ban on video-sharing app

ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আমেরিকায় আর ব্যবহার করা যাবে না টিকটক! রবিবার সকাল থেকে ব্যবহারকারীরা এই সমাজমাধ্যমটি খুলতে পারছেন না বলে অভিযোগ করেন। পরে জানা যায়, আমেরিকায় টিকটক নিষিদ্ধ আইন বলবৎ হয়েছে। গুগ্‌ল প্লে স্টোর বা অ্যাপেল প্লে স্টোর থেকেও অদৃশ্য হয়ে গিয়েছে এই চিনা অ্যাপ।

Advertisement

আমেরিকায় টিকটক ব্যবহারকারীর সংখ্যা নেহাত কম নয়। ১৭ কোটি ব্যবহারকারী রয়েছে সে দেশে। সেই সব ব্যবহারকারীদের উদ্দেশে টিকটক কর্তৃপক্ষ বার্তা পাঠান। সেখানে বলা হয়েছে, ‘‘দুর্ভাগ্যবশত আমেরিকায় টিকটক নিষিদ্ধ করার আইন প্রণয়ন হয়েছে। যার অর্থ আপনি এখন থেকে আর টিকটক ব্যবহার করতে পারবেন না।’’ তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করতে পারেন। মনে করা হচ্ছে, ৯০ দিনের মেয়াদ বৃদ্ধি করতে পারেন ট্রাম্প।

উল্লেখ্য, গত বছর চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘টিকটক’ আমেরিকায় পুরোপুরি নিষিদ্ধ করার জন্য আইন পাশ করেছে আমেরিকা। তার আগে ২০২২ সালের ডিসেম্বরে সরকারি কর্মচারীদের চিনা অ্যাপ ‘টিকটক’ ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করেছিল আমেরিকার সেনেট। টিকটক বাতিল করার আইন পাশ করে জানানো হয়েছিল, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই ওই পদক্ষেপ। তার পরেই আমেরিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সংস্থাটি। তবে শুক্রবার সে দেশের শীর্ষ আদালত নিষেধাজ্ঞা আইন বহাল রেখেছে। তার পরই আমেরিকায় বন্ধ হয়ে গেল টিকটক।

Advertisement
আরও পড়ুন