মুম্বই হামলার চক্রী তাহাউর রানা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মুম্বই হামলার চক্রী রানাকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। শুক্রবার থেকে শুরু হয়েছে জেরাপর্ব। সূত্রের খবর, প্রাথমিক জেরাপর্বে রানার পরিচয়, বাসস্থান, কী করতেন ইত্যাদি বিষয়ের উপর জোর দেওয়া হয়। কিন্তু তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য উঠে আসছে।
এনআইএ সূত্রে খবর, শনিবারের জেরায় রানার মুখে এক রহস্যময় ব্যক্তির নাম উঠে আসে। ওই ব্যক্তিকে ‘এমপ্লয়ি বি’ বলে উল্লেখ করেছেন রানা। মুম্বইয়ে হামলা চালানোয় ওই ‘এমপ্লয়ি বি’কে কাজে লাগিয়েছিলেন রানা। মুম্বই হামলার আর এক চক্রী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে তাঁর যোগাযোগ করিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু এই ‘এমপ্লয়ি বি’ কে?
এনআইএ সূত্রে খবর, রানার কাছে এই রহস্যময় ব্যক্তির পরিচয় জানতে চাওয়া হয়েছিল। কিন্তু সদুত্তর মেলেনি। তবে তদন্তকারীদের একটি অংশ জানাচ্ছেন, ‘এমপ্লয়ি বি’ বলে যাঁর কথা উল্লেখ করছেন রানা, তিনি হামলকারীদের আশ্রয় দেওয়া, তাঁদের নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার কাজ করেছেন রানার নির্দেশে। তবে এই ব্যক্তির সঙ্গে হামলার সরাসরি কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। এনআইএ সূত্রের খবর, মুম্বইয়ে হেডলির থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন ‘এমপ্লয়ি বি’। এই রহস্যময় ব্যক্তির হদিস পাওয়ার চেষ্টা চলছে। তাঁকে রানার মুখোমুখি বসিয়ে জেরা করার প্রস্তুতিও চলছে বলে সূত্রের খবর।
এনআইএ সূত্রে খবর, নিজের ‘ইমিগ্রেশন কনসালটেন্সি’র ব্যবসাকে কাজে লাগিয়ে হামলার ‘ব্লু প্রিন্ট’ তৈরি করেছিলেন রানা। ওই ব্যবসাকে কাজে লাগিয়ে হেডলিকে শুধু ভিসার ব্যবস্থাই করে দেননি, তাঁর পরিচয়ও গোপন করার কাজে সাহায্য করেছিলেন রানা করাচী থেকে হেডলির জন্য বিমানের টিকিট বুক করে দিয়েছিলেন রানা। এমনকি হেডলির মরক্কো নিবাসী স্ত্রী ফৈজা আউতালার ভুয়ো নথিও বানিয়ে দিয়েছিলেন রানা। এই সময়ের মধ্যে রানা এবং হেডলির মধ্যে ২৩০ বার ফোনে কথা হয়েছিল বলে এনআইএ সূত্রের খবর। তদন্তকারীদের আরও দাবি, মুম্বই হামলার আরও এক চক্রী ‘মেজর ইকবাল’-এর সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল রানার।